চট্টগ্রামে অর্ধ লাখ ইয়াবার চালান জব্দ: আটক ২

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় একটি পুরাতন পিকআপ ভ্যানের ভীরত থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় আটক করা হয়েছে পিকআপ ভ্যানটির চালক ও সহকারীকে। তারা হলো, আনোয়ারা উপজেলার গহিরা এলাকার বাসিন্দ মো. নূরুল আবছার (৩২) ও মো. আবুল কাশেম (৪২)।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ-অঞ্চলের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারার গহিরা থেকে স্ক্র্যাপ বোঝাই করে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় পিকআপের চালক ও সহকারী আটক করা হয়েছে। ভ্যানটি জব্দ করা হয়েছে।
ইব্রাহিম খান বলেন, চোরাচালানের মাধ্যমে আনোয়ারা গহিরা উপকূলীয় এলাকা দিয়ে আসা এসব ইয়াবা চট্টগ্রামে শহরে আনা হয়েছিল। হাত বদলের আগেই তা আমাদের হাতে ধরা পড়েছে। আমরা এর উৎস কোথাই কারা এ পাচারের সাথে জড়িত তা খুজেঁ বের করার চেষ্টা চালাচ্ছি।
এ ব্যাপারে মাদক দক্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদি হয়ে কোতোয়ালী থানায় মমামলা দায়ের করেছে।