ফটিকছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় কাঞ্চন নগর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুইল্যাছড়ি এলাকার একটি মাছের প্রজেক্টে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় প্রজেক্টের পাহারাদার মো. নেজাম উদ্দিন।
তিনি বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশকে জানালে উপ-পুলিশ পরিদর্শক(এস আই) সৈয়দ আলম ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ব্যাপরে প্রজেক্টের পাহারাদার নেজাম উদ্দিন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে নিহতের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। কি ভাবে কারা তাকে হত্যা করেছে সে বিষয়েও কিছু জানা যায়নি।