অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাতকানিয়ায় শিবিরের ১৫ নেতাকর্মী আটক

1
POLICE-SHIBIR
সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ শিবির আটক করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের চলমান ব্লক রেইডে জেলার সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ শিবির আটক করেছে পুলিশ। শনিবার ভোরে এ অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু ইসলামী ও শিবিরের সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার জানান, রাতভর ব্লক রেইড চলাকালে ভোরে দিকে গোপন খবরের জানতে পারি শিবির কর্মীরা কাঞ্চনা ইউনিয়নে বকশিরখীল ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার একটি কক্ষে নাশকতামূলক কার্মকান্ডের পরিকল্পনা গ্রহণের লক্ষে গোপন বৈঠক মিলিত হয়েছে। উক্ত সংবাদের পরপরই পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উক্ত মাদ্রাসা ঘেরাও করে ১৫ শিবির নেতা কর্মীকে বেশ কিছু জিহাদী বইসহ আটক করে।

এব্যাপারে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

১ টি মন্তব্য
  1. আল হেলাল ইমন বলেছেন

    Keno
    what crime