অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে জার্মান রিসোর্স সেন্টারের যাত্রা শুরু

1
792A8399
চট্টগ্রামে জার্মান রিসোর্স সেন্টারের (জিআরসি) নিজস্ব শাখা উদ্বোধন।

স্বল্প খরচে জামার্নির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রামে জার্মান রিসোর্স সেন্টারের (জিআরসি) নিজস্ব শাখা যাত্রা শুরু করেছে।

শনিবার নগরীর মুরদাপুর সুগন্ধা অঞ্চলের আফাজিজ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামে জার্মান রিসোর্স সেন্টারের যাত্রা শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিআরসির হেড অব অপারেশন সুমন তালুকদার বলেন-চট্টগ্রামের অভিভাবকরা জার্মানির মতো একটি আধুনিক দেশে তাঁদের সন্তানদের জন্য উচ্চ শিক্ষার শিক্ষার সুযোগ যেন চট্টগ্রামে বাস করেই লাভ করতে পারে, সে লক্ষ্যে এসএস বিজনেজ কর্পোরেশন লিমিটেড (এসএসবিসিএল) ও বার্লিন ভিত্তিক ইউরেশিয়া ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন-(ইআইআইই) যৌথ উদ্যোগে বাংলাদেশে জিএরসি স্থাপন করেছে।
বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক  এবং সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, ”অতি অল্প সময়ের ভিতর চট্টগ্রামস্থ ষ্টাডিজ ওয়ার্ড ওয়াইড শিক্ষার্থীদের সফলভাবে বিদেশে উচ্চ গ্রহণের সহায়তা করার জন্য সুনাম অর্জন  করেছে বলে সঙ্গতকারনেই এ শহরে স্থাপিত জার্মান রির্সোস সেন্টার (জিআরসি) এর মাধ্যমে এখানকার ছাত্র-ছাত্রীরা জার্মানীতে উচ্চ শিক্ষা কার্যক্রমের আওতায় জার্মান ভাষা শিক্ষার লেভেল এ-১ ,এ-২ এবং বি-২ সম্পন্ন করতে পারবে।”
জিআরসি’র সিইও এবং জার্মান দূতাবাসের প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা মুজতবা আহমেদ মুরশেদ বলেন, ”চট্টগ্রামের শিক্ষার্থীদের জার্মান ভাষা শেখাতে সরাসরি জার্মানী থেকে আগত শিক্ষকরাই জার্মান ভাষা পাঠদান করবেন এবং জার্মান বিশ^বিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে প্রয়োজনীয় স্কোর পেতে এবং জার্মান ভাষা শিক্ষার দক্ষতার উপর সার্টিফিকেট প্রদান করতে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা পরিচালিত হবে জার্মান কর্তৃপক্ষ টেলক দ্বারা।”
জিআরসি’র জার্মান ভাষার শিক্ষক ইবারহার্ড সুকার বলেন, ”জার্মান ভাষা শিক্ষার অংশগ্রহনকারী শিক্ষার্থীর লেভেল এ-২ পাশ করলে এসএসবিসিএল এবং ইআইআইই শিক্ষার্থীদের জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্লেসমেন্ট এবং ভর্তির বিষয়ে কাউন্সিলিং প্রদান করবে। প্রশ্নাতিতভাবে আমাদের কেন্দ্রে জার্মান ভাষা শিক্ষার লেভেল বি-১ সম্পন্ন করলে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষার ফ্যাকাল্টিতে ভর্তির বিষয়ে জিআরসি ব্যবস্থা নেবে বাংলাদেশের একমাত্র যোগ্য প্রতিষ্ঠান হিসেবে। এক্ষেত্রে সফলতা লাভে আমাদের কেন্দ্র জার্মানিতে যাবার জন্য ছাত্র ভিসার লাভে ওয়াদাবদ্ধভাবে সহায়তা করবে।”
তিনি আরো বলেন, ”জার্মানিতে পৌছানোর পর শিক্ষার্থীদেরকে জার্মান ভাষা শিক্ষার বাকি বি-৩, সি-১ লেভেল এবং জার্মানিতে এক্সাম প্রিপারেশন কোর্স সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী যদি লেভেল বি-২, সি-১ এবং এক্সাম প্রিপারেশন কোসে অকৃতকার্য হয়, তবে সে বিনা খরচে একটি লেভেল পরীক্ষা পুনরায় দিতে পারবে।”
জিআরসি বাংলাদেশের চেয়ারম্যান আতাউর রহমান কাজল বলেন, ”বস্তুত দেশে এবং বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এসএসবিসিএল বাংলাদেশ এবং ষ্টাডিজ ওয়ার্ড ওয়াইড বাংলাদেশের শিক্ষার্থীদের জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের এ বিশেষ সুযোগগুলো প্রদান করছে জার্মান ভিত্তিক ইউরেশিয়ার সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্লেসমেন্ট এর পুরো প্রক্রিয়াটিতে জার্মান অংশে জার্মান প্রতিষ্ঠান ইআইআইই শিক্ষার্থীদের পরিপূর্ণভাবে সহায়তা করবে। উল্লেখ্য, এসএসবিসিএল এবং ইআইআইই যৌথভাবে বাংলাদেশ এবং জার্মানিতে জার্মান ভাষা শিক্ষা ও জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে শিক্ষার্থীদের সহায়তা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরসি চট্টগ্রাম এবং ষ্টাডিজ ওয়ার্ড ওয়াইডের ব্যাবস্থাপনা অংশিদার জুলফে আজিজ চৌধুরি ও ইমরান আহমেদ ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল।
১ টি মন্তব্য
  1. Chowdhury Harunur Rashid বলেছেন

    চট্টগ্রামে জার্মান রিসোর্স সেন্টারের যাত্রা শুরু উদ্ভোধন অনুষ্ঠানে নাজিম উদ্দীন শ্যামল ভাই কে দেখে ভাল লাগলো ….