চট্টগ্রামের মুন্সী পুকুর সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

চট্টগ্রামের চকবাজার এলাকায় শতবর্ষী মুন্সী পুকুর সংরক্ষণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার (০৪ আগস্ট) এ রায় দেন।
একই সঙ্গে পুকুরটির ভেতরে কোনো অংশ ভরাট বন্ধ ও কোনো স্থাপনা থাকলে তা উচ্ছেদ করার নির্দেশ দেন আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটির চেয়্যারম্যান, পরিবেশ অধিদফতরের পরিচালককে এ রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মুন্সী পুকুর দখল ও মাটি ভরাট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ।
অনেক পুরোনো পুকুরটি সংরক্ষণ খুবই প্রয়োজন মনে করি।
Editor, Bangla news, USA.
আমি কয়েক বার গোসল করেছিলাম