বৃষ্টির পানি সংরক্ষনে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত

বৃষ্টির পানি সংরক্ষন ও ধারনে প্রধানমন্ত্রীর নির্দেশ গত ১৬ বছর ধরে উপেক্ষিত । পানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০০০ সালে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল সরকারি ভবনে বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা রাখার জন্যে। বাস্তবে তা উপেক্ষিত হয়ে আসছে গত ১৬ বছর ধরে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘বর্ষা দিবস ১৪২৩ উদযাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের য়োরম্যান আবদুচ ছালাম।
অনুষ্ঠানে বক্তরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, ভূ-গর্ভের পানির স্তর ক্রমে নিচে নেমে যাওয়া এসব কিছু বিবেচনায় রেখে বহুতল ভবনগুলোতে বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ ও ব্যবহারের ব্যবস্থা রাখতে আন্তরিক হওয়ারও আহবান জানান।
আবদুচ ছালাম আরো বলেন, প্রকৃতি যদি প্রতিশোধ নেওয়া শুরু করলে কেউ রেহাই পাবেনা। বৃষ্টি না পড়লেও দিনে দুবার চট্টগ্রাম শহর ডুবছে উল্লেখ কওে তিনি বলেন, এটি প্রকৃতির দোষ না মানুষের ? গতকাল বুধবার বৃষ্টি ছিল না কিন্তু খাতুনগঞ্জ-আছাদগঞ্জ হাঁটুপানিতে তলিয়ে গেছে।
তিনি বলেন,গবেষণা কোথায় ? চট্টগ্রামের সাগর, নদী, পাহাড়। এ তিনটি সম্পদ সৃষ্টির পেছনে মানুষের কোনো অবদান নেই। কিন্তু তিনটিই ধ্বংস করছে মানুষ। ফলে বিপর্যয় নেমে আসছে।
সিডিএ পাইলট প্রজেক্ট হিসেবে অ্যাকর্ড হোল্ডিংসকে বহুতল ভবনে বৃষ্টির পানি ধারণের নকশা অনুমোদন দিয়েছে ।
আবদুচ ছালাম বলেন, শুধু আইন করে, বাধ্য করে সব কিছু করা যায় না। স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। যদি অ্যাকর্ড সফল হয় তবে অন্যরাও এগিয়ে আসবে। এ ব্যাপারে জনমত গড়ে তোলার জন্যে গণমাধ্যমেরও সহযোগিতা দরকার।
তিনি বলেন, ব্যর্থতার মধ্যেই সফলতা লুকিয়ে থাকে। আমি ব্যর্থতাকে ভয় করি না। কঠিনকে ভালোবেসে ৬৫ বছর পার করেছি। কঠিন বলে আর কিছু নেই। চট্টগ্রামের উন্নয়নের জন্যে সাত হাজার বাড়ি, ঘর, মসজিদ, মন্দির ভেঙেছি আমি। কোনো উচ্চবাচ্য হয়নি। কোনো মামলা হয়নি। চট্টগ্রামের মানুষ আমাকে বলেনি, আগে টাকা পরে জমি। অনায়াসে ছেড়ে দিয়েছে। বিশ্বাস ও আস্থা অর্জন করতে পারলে কঠিন কাজও সহজ হয়ে যায়।
পরে বৃষ্টির পানি ধারণ, সংরক্ষণ, ব্যবহার, ব্যবস্থাপনা ও আমাদের সম্ভাবনাময় পথচলা’ শীর্ষক এ অনুষ্ঠানে সিডিএ, রেইন ফোরাম, অ্যাকর্ড হোল্ডিং লিমিটেড এবং ডিএসকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
সিডিএর ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চসিকের নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার অনিন্দিতা রিদিতা, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নজরুল হক, সাবেক প্রধান প্রকৌশলী এজাজ রসুল, ডিএসকের প্রকল্প ব্যবস্থাপক মো. আফতাবুর রহমান, রেইন ফোরামের সেক্রেটারি মো. আশরাফুল আলম রতন, অ্যাকর্ড হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান শাহাজাহান মহিউদ্দীন প্রমুখ।