অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জঙ্গীবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি-মহিউদ্দিন

0
????????????????????????????????????
নগরীর চান্দগাঁও এলাকায় ১৪ দল আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী, মঈসুদ্দিন খান বাদল, আজম নাছির উদ্দিন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক ও আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জঙ্গীবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। যুদ্ধে ছাত্র যুবক শ্রমিক মা বোনদের সাথে নিয়ে একাত্তরের মতই জঙ্গীবাদকে রুখবো।

তিনি বুধবার ১৪ দল চট্টগ্রামের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর চাঁন্দগাওয়ে পুরাতন থানার সামনে জঙ্গীবাদ বিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশে সভাপতির ভাষণে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এই এলাকার পাড়া-মহল্লা, অলি-গলিতে ১৪ দলের নেতাকর্মীরা জনগণের জানমাল রক্ষায় সজাগ দৃষ্টি রাখবেন। যাতে পবিত্র ইসলামের নামে বার আউলিয়ার চট্টগ্রামকে রক্ত রঞ্জিত করতে না পারে।

????????????????????????????????????
নগরীর চান্দগাঁও এলাকায় ১৪ দল আয়োজিত জঙ্গিবাদ র‌্যালী।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল এমপি বলেন, জঙ্গীবাদীরা ইসলামের মানুষ হত্যা করছে। কোরআন-হাদিসে বিনা কারণে মানুষ হত্যার কথা নেই। তাই এরা মুসলমান নয়, শয়তান। তিনি আরো বলেন, জঙ্গীবাদীদের ইন্ধন ও প্রশ্রয় দাতারা ইহুদীয় এজেন্ট। সারা পৃথিবী জুড়েই জঙ্গীবাদী অপতৎপরতা চলছে। এর বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হয়েছে। অচিরেই জঙ্গীবাদ নির্মূল হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা চলছে। জঙ্গীবাদ এই অগ্রযাত্রার প্রতিবন্ধক। এই প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জাসদ কেন্দ্রীয় নেতা ইন্দু নন্দন দত্ত, সাম্যবাদী দলের আহ্বায়ক অমূল্য বড়ুয়া, জাতীয় পার্টি মহানগরের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, ন্যাপের মিঠুল দাশগুপ্ত, চাঁন্দগাও থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: আবু তাহের, পূর্ব ষোলশহর ওয়ার্ড সভাপতি মো: শামসুল আলম, চাঁন্দগাও ওয়ার্ড সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব খান, চাঁন্দগাও ওয়ার্ড কাউন্সিলর মঈনউদ্দিন খালেদ, যুবলীগের দেলোয়ার হোসেন খোকা, ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু। সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ সেলিম, গণ আজাদী লীগের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আলহাজ্ব শহীদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতেয়ার উদ্দিন খান, ছৈয়দ আমিনুল হক, অমল মিত্র, ওয়ার্ড আওয়ামী লীগের নূর মোহাম্মদ নুরু, নিজাম উদ্দিন নিজু, রফিকুল আলম, মো: নাজিম উদ্দিন চৌধুরী, মো: জসিম উদ্দিন ও কাউন্সিলর আশরাফুল আলম।

সমাবেশ শেষে ১৪ দল নেতৃবৃন্দের নেতৃত্বে জঙ্গীবাদ বিরোধী বিশাল পদযাত্রা মৌলভী পুকুর পাড় হয়ে আবার সমাবেশ স্থলে এসে শেষ হয়। আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় মুরাদপুর ডাচ বাংলা ব্যংাক চত্বরে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।