অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য ৩ দিনের রিমাণ্ডে

0
????????????????????????????????????
পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ৫ যুবক ৩ দিনের রিমাণ্ডে।

জঙ্গি তৎপরতার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার থানার কাঠগড় এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যকে ৩ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এর আদালতে রিমাণ্ড শুনানীকালে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়।

এর আগে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমা-ের আবেদন জানায়। আদালত আজ মঙ্গলবার রিমা- শুনানী দিন ধার্য করেছিলেন।

রিমান্ড নেয়া ৫ এবিটি সদস্য হলো, জামশেদুল আলম হৃদয় (২১), আতিকুল হাসান ইমন (২৬), আক্কাছ আলী নয়ন (২৩), মোহাম্মদ রুবেল (২৬) ও মহিউদ্দিন (১৮)।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দীন আহমেদ জানান, নগর গোয়েন্দা পুলিশ ৫ জঙ্গির ১০ দিন রিমাণ্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানী শেষে আদালত ৩ দিনের রিমাণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে মহানগরীর পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় শেরে পতেঙ্গা নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে পাঁচ সদস্যকে উল্লেখিত ৫ যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, এসময় তাদের কাছ থেকে ৭টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১১টি ইসলামী এবং সাংগঠনিক বই উদ্ধার করা হয়।