অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আ’লীগকে জঙ্গি নিরোধক ‘ভ্যাকসিন’ নেওয়ার পরামর্শ বিএনপি’র

0
2-1
তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, উত্তর দক্ষিণ জেলা যুবদলের য়ৌথ মিছিল নগরীর কাজীর দেউড়ি এলাকায় অনুষ্ঠিত হয়।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দন্ডাদেশের প্রতিবাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ মিছিল করছে বিএনপি যুবদল।  সোমবার দিনভর নগরী এবং জেলায় পৃথক পৃথক মিছিল সমাবেশ  হয়েছে। এর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবদলের সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।

বিকালে চট্টগ্রাম মহানগর,উত্তর-দক্ষিণ যুবদলের উদ্যোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে নগরীর কাজীর দেউড়ি এলাকায়। বেলা ৩ টায় কাজীর দেউরী মোড় হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে সংগঠনের নাসিমন ভবন দলীয় কার্যালয় সম্মুখে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন সাম্প্রতিক সময়ে বিশেষ করে গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরে নিহত জঙ্গিদের যে পরিচয় পুলিশ প্রকাশ করেছে তাতে দেখা যায় তাদের অধিকাংশের জন্ম আওয়ামী লীগ ঘরনায়। তিনি আওয়ামী লীগকে জঙ্গি নিরোধক ‘ভ্যাকসিন’ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতে দেশে জঙ্গিদের জন্ম হবে না।

1-3-1
যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত বলেন, এক দিকে আওয়ামী লীগ জঙ্গি সৃষ্টি করছে অন্যদিকে দেশে জঙ্গিবাদ আওয়ামী লীগ জিইয়ে রেখেছে। জঙ্গিবাদ দমনের অজুহাতে বিরোধী দলীয় নেতাকর্মীদের প্রতিনিয়ত হয়রানী করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের ভীত দুর্বল হওয়ার কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে।

জনগণ এ সরকারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ্য করে ডা.শাহাদাত বলেন, এর থেকে পরিত্রাণ পেতে সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে তারেক রহমানের নিু আদালতের রায়কে প্রভাবিত করে উচ্চ আদালতে সাজা প্রদান করেছে। এদেশের জনগণ এ রায় গ্রহণ করেনি। তিনি অবিলম্বে তারেক রহমানের এই রায় বাতিল না করলে এর বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা গণআন্দোলন গড়ে তুলবে।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহজাহান কবির শাহীন, নগর যুবদল সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, যুবদল নেতা আজম হুদা রিংকু, মিয়া হারুন, ফজলুল হক সুমন, হাবিবুর রহমান মামুম, নুরুল হুদা জাহাঙ্গীর, তৌহিদুল আলম, মনির হাসান, আব্দুল কাদের জসিম, নুর হোসেন নুরু, আসাদুর রহমান টিপু, হেলাল হোসেন, মোঃ আলী, শাহদাত হোসেন ওয়াসিম, হুমায়ুন কবির, মাহবুবুর রহমান, দীপঙ্কর ভট্টাচার্য্য, জসিম উদ্দিন, আব্দুল মান্নান, মোঃ হারুন, মোঃ দুলাল, লুৎফুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, মোঃ মোজাম্মেল, শফিকুল ইসলাম, শাজেদুল ইসলাম মিন্টু, মামুনুর রশিদ, হুমায়ুন কবির, মোঃ আবসার, মিজানুর রহমান, মোঃ ইউসুফ, মোঃ শামীম, মজিবুর রহমান রাসেল, মোঃ তাজু, মোঃ ইয়াছিন, পারভেজ, মোঃ জালাল, সাইফুল আলম, আব্দুল মালেক, গিয়াস উদ্দিন টুনু, রাসেল খান, রাজু খান, মোঃ রুবেল, শাহেদ, মুজাহিদ, আসাদুর রহমান রুবল, জাকারিয়া, আবসার উদ্দিন, ইকবাল, মনসুর, ইলিয়াছ সুমন, আব্বাস, ইমরান, টিপু, জাহাঙ্গীর আলম, মোঃ ইউনুচ, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম শুভ প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

POTIA BNP-
তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় রায়ের প্রতিবাদে পটিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম।

সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মঈনুল আলম ছোটন, জেলা যুবদলের সহ-সভাপতি মমতাজুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা হাজী ইব্রাহিম সওদাগর, নুরুল আবসার চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোকাম্মেল হক তালুকদার, সহ-সভাপতি আবুল হোসেন বাবুল, আব্দুল মান্নান তালুকার, মোঃ ফিরোজ, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, আকতার হোসেন সিকদার, গাজী নজরুল ইসলাম, নেজাম উদ্দিন, সহ-সভাপতি নুরুল আলম, সিরাজুল ইসলাম তারেক, মঞ্জুর উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, বাদশা মেম্বার, আব্দুল মোমেন সওদাগর, মোঃ হামিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, সাইফুল, মাহবুবুল আলম চৌধুরী, ছাত্রদল নেতা ওবাইদুল হক রিকু, আবু ছিদ্দিক, মেম্বার, ইউসুফ শাহ্, শাহ আলম, নাজিম উদ্দিন, মাকসুদুল হক রিপন, নাজিম উদ্দিন, আবু তালেব, জনি, নুরুর রশিদ সুজন, সুমন শিকদার, মোঃ ছাদেক, মিজানুর রহমান, রেজাউল করিম, আব্দুল মান্নান, পারভেজ রানা, মাহফুজ, ইয়াছিন বুলবুল, খোরশেদ, রুবেল, হেলাল, শাকিল, রকিব, রবিউল, ইকবাল, আলাউদ্দিন-২, আলী হোসেন চৌধুরী, সাজ্জাদ, শাহাবুদ্দীন মুনির, বেলাল, রুবেল, তারেক প্রমুখ।