চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হিরণ (২৭) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। রবিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, পোমরা ইউনিয়নের গোচরা এলাকায় পদুয়া গ্রামের সৌদি আরব প্রবাসী হিরন মোটর সাইকেলযোগে হাটহাজারীর এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে একই দিক থেকে শহরগামী একটি বিরতিহীন বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে অন্য একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সৌদি আরব প্রবাসী হিরণ উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া গ্রামের আহমদ ছাফার পুত্র।