চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক করেছে সিএমপির বায়োজিদ থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ির নাম নূরুল হুদা (৩৬)। তিনি রাউজানের ধরের টেক মিয়াজি বাড়ির ফজল করিমের ছেলে নুরুল হুদা। বর্তমানে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ এলাকার হাজি বেলালের বাসার তৃতীয় তলায় ভাড়াটিয়া।
আজ শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া অভিযানে নগরীর রুবি গেইট এবং পাহাড়তলী থানার ঈদগাঁ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন।

তিনি জানান, বিকালে গোপন খবরের ভিক্তিতে রুবি গেট এলাকায় থেকে মো. নুরুল হুদাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাসাতে আরোেইয়াবা রয়েছে। এর পর তাকে নিয়ে পাহাড়তলী থানার ঈদগাঁ এলাকায় হাজি বেলালের মালিকানাধীন বাসার তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো মাদক উদ্ধারে অভিযন চলছিল বলে ওসি জানান।