অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কল্যাণপুরে নিহত জঙ্গি জুবায়ের শিবিরের সাথে জড়িত ছিল

0
jangi-9
রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ৯ জঙ্গি।

রাজধানীর কল্যাণপুরে নিহত ৯ ‘জঙ্গি’র মধ্যে জুবায়েরের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জুবায়ের চলতি বছরের ২৫ মে নিখোঁজ হন। তিনি নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান ১ম বর্ষের ছাত্র ছিলেন।

জুবায়ের কলেজে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন তার চাচা আব্দুল্লাহ মিয়া।

তার বাবার আব্দুল কাইয়ুম। বুধবার (২৭ জুলাই) সকালে জুবায়েরের বাবা-মাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

একই সময়ে তার সাথে হারিয়ে যান নোয়াখালীর রাজাকার জয়নাল এর ছেলে বাহাদুর। তারা সম্পর্কে চাচাতো ভাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নোয়াখালী মুক্ত হওয়ার দিনেই জয়নালকে প্রকাশ্য দিবালোকে মুক্তিযোদ্ধা জনতা পিটিয়ে মেরে ফেলেন।

নিহত ‘জঙ্গি’ জুবায়েরের ভগ্নিপতি মো. হোসেন জানান, জোবায়ের ছোট বেলা থেকে ক্ষিপ্ত মেজাজের ছিল। তার সাথে শিবিরের কর্মীদেরই সখ্য ছিল বেশী।