চট্টগ্রামে একনলা বন্দুক ও কার্তুজসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন বাগান বাড়ি রোডস্থ মোস্তফা হাকিম ভ্যালী এলাকা থেকে দেশীয় তৈরী একটি একনলা বন্দুক দুইটি কাতুর্জসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবকের নাম মোঃ ইসমাঈল (২৪)। সে মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের খায়েজ আহম্মদের পুত্র।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হকের নেতৃত্বে পুেিশর একটি টিম বাগান বাড়ি রোডস্থ মোস্তফা হাকিম ভ্যালী সীমানার প্রাচীরের বাহিরে পাকা রাস্তার উপর হতে একটি দেশীয় তৈরী একনলা বন্ধুক ও ২টি কার্তুজসহ মোঃ ইসমাঈলকে গ্রেফতার করেছে।
সে বর্তমানে বিশ্বব্যাংক কৈবল্যধাম আবাসিক এলাকা, ব্লক – এইচ, মেডিকেলের পিছনে ইব্রাহিমের ভাড়াটিয়া। এব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।