এলডিপি থেকে পদত্যাগ করেছেন শিল্পপতি এয়াকুব আলী

কর্ণেল (অব) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) হতে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি এম. এয়াকুব আলী। তিনি এলডিপি’র কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
শিল্পপতি এম. এয়াকুব আলী বলেন, দলের সাথে কিংবা দলের চেয়ারম্যান কর্ণেল অলি সাহেবের সাথে কোন বিরোধ নেই একান্ত ব্যাক্তিগত কারণেই আমি দল থেকে পদত্যাগ করেছি। এব্যাপারে ২৫ জুলাই দলীয় প্রধানের বরাবরে পদত্যাগ পত্র দিয়েছি।
তিনি বলেন, এখন তো রাজনীতি করার কোন পরিবেশ নাই। আর ভালো মানুষ রাজনীতিতে নেই। তবে আমার কিছু বক্তব্য আছে. আমি পরে আপনাদের (সাংবাদিকদের) জানাবো।
পাঠক ডট নিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অন্য কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না। সে রকম কোন চিন্তা আপাততে নেই।

উল্লেখ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) হতে পদত্যাগ এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ড থেকে অবসরের ঘোষণা দেন চট্টগ্রামের এ শিল্পপতি। তিনি গত ২৫ জুলাই সোমবার এলডিপির চেয়ারম্যানের নিকট তার পদত্যাগ পত্র প্রদান করেন।
এম. এয়াকুব আলী গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।