অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিতু হত্যায় শাহজাহান ফের ৩ দিনের রিমাণ্ডে

0

2016_06_05_08_40_41_iWZcqrwg8bIUsRKySkrpqbYdrpqzfg_originalএসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার হত্যা মামলায় গ্রেফতারকৃত মো.শাহজাহানকে আবারও তিনদিনের রিমাণ্ডে নিয়েছে  পুলিশ।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। এর আগে পুলিশ তাকে জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানায় আদালতে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মিত্যু হত্যা মামলায় শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা।  শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

একই মামলায় গত ১৭ জুলাই শাহজাহানসহ তিনজনকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছিল আদালত।

মিতু হত্যাকাণ্ডে শাহজাহান কিলিং মিশনে অংশ নিয়েছিল এবং মুছার ভাই হিসেবে মামলার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ পুলিশের। ২৮ জুন ভোলাকে গ্রেফতারের কথা ‍জানায় পুলিশ। এর আগে ২৪ জুন শাহজাহান ও সাকুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

গত ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।