চট্টগ্রামে নারী শ্রমিকের মুত্যু: কারখানায় ভাঙচুর

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকার একটি পোশাক কারখানায় আনোয়ারা বেগম (৪২) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানায় ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা। সোমবার বিকেলে নগরীর মুজাহের গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, আনোয়ারা বেগম অসুস্থ অবস্থায় কাজে আসার পর কারখানার ফ্লোর ইনচার্জ শাহজাহানের কাছে ছুটি চান। কিন্তু তিনি ছুটি দিতে অস্বীকৃতি জানান।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি দিলে আনোয়ারা বেগম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে কারখানার শ্রমিকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে ভাঙচুর চালায় তারা।
এ ব্যাপারে বায়েজিদ থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই হোসনে আরা জানান, শ্রমিকের মৃত্যুর ঘটনা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।