অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সন্দ্বীপে লাল বোট ডুবে বহু যাত্রী নিখোঁজ: ১০ জন উদ্ধার

1
ফাইল ছবি।

বঙ্গোপসাগরের চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তচড়া ঘাটে ইঞ্জিন চালিত বোট ডুবে বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন। আজ রবিবার সন্ধ্যার দিকে লালবোট নামে ছোট ইঞ্জিন বোটটি ডুবে যায়।

স্থানীয়রা জানান বোটটিতে অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। তার মধ্যে ১০ জনের মত উদ্ধার হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা কমান্ডার ইমরান আহমেদ লাল বোট ডুবির খবর নিশ্চিত করে বলেন সন্ধ্যা সোয়া ৬টার দিতে সাগরে তীব্র বাতাসের বেগ থাকায় ইঞ্জিন বোটটি ডুবে যায়। ঘটনাস্থলে আমাদের কোষ্টগার্ড টিম উদ্ধার কাজ চালাচ্ছে।

সন্দীপে ইঞ্জিন বোট ডুবি’র আরো খবরঃ

সন্দ্বীপে ইঞ্জিন বোট ডুবি ৪ জনের মরদেহ উদ্ধার (ভিডিও)

সন্দ্বীপে ইঞ্জিন বোট ডুবি: উদ্ধার ২৬: নিখোঁজ-১২, নৌ চলাচল বন্ধ

১ টি মন্তব্য
  1. Mohammad Kaysh বলেছেন

    so sad….!!