ছাত্রদলের ২টার হরতাল সাড়ে ১১টায় শেষ!

মিছিলে বাধা, মহিলা দলের সাথে পুলিশের ধস্তাধস্তি এবং ৬ ছাত্রদল কর্মী আটক ছাড়া বড় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা আধাবেলার হরতাল।

এরপর দুপুর ১২টার দিকে চলে যায় সকাল থেকে নাসিময় ভবন দলীয় কার্যালয়কে ঘিরে অবস্থা নেয়া শতাধিক নারী-পুরুষ পুলিশ সদস্য।

এদিকে হরতাল ডেকে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তায় নামেনি। মহানগর ছাত্রদলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহর নেতৃত্বে হাতে গুণা কয়েকজন নেতাকর্মী ভোর থেকে নগরীর কাজীর দেউড়ি জামালখান, নিউ মার্কেট এলাকায় পুলিশের চোখ এড়িয়ে ঝটিকা মিছিল করে সকাল ৮টার মধ্যেই দলীয় কার্যালয় নাসিমন ভবনে অবস্থান নেয়।
সেখানে ভোর ৬টা থেকে নেতাকর্মীবিহীন অনেকটা নি:সঙ্গভাবে দাড়িয়ে ছিলেন নগর বিএনপি সভাপতি ডা. শাহাদত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। অবশ্য পরে এসে যোগ দেন কয়েকজন মহিলা দল নেত্রী।

হরতাল চলাকালে ছাত্রদল কিংবা সহযোগী দলের কোন নেতাকর্মীকে নগরীর কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। ফলে যানবাহন চলেছে অবাধে।

তবে সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ জেলা ছাত্রদলের ১০/১৫ জন নেতাকর্মী মিছিল নিয়ে নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় নূর আহমদ সড়কে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠিচার্জ করে ৬ জনকে আটক করে নিয়ে যায়। তাদের মধ্যে ৩ জন হলেন-গাজি মনির, মহসিন খোকন, ও ইসতেহাক মানিক।

এদিকে নগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী অবস্থান নিয়ে সমাবেশ করছে। সেখানে মহিলা দলের নেত্রীদের দেখা গেছে। বিএনপি অফিসের বাইরে পুলিশ অবস্থান কোন নেতাকর্মীকে বের হতে দেয়নি। রাস্তায় দাড়াতে দেয়নি।

এদিকে খবর নিয়ে জানাগেছে, হরতাল চলাকালে হাটহাজারী, রাঙ্গুনিয়া বাঁশখালী, মীরসরাই, সীতাকুণ্ড সহ জেলার বিভিন্ন উপজেলা ছাত্রদল সভা সমাবেশ ও মিছিল করেছে। তবে জেলাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান চট্টগ্রামে পুলিশ সুপার নুরে আলম মিনা।
নেতৃবৃন্দের আন্তরিকতার অভাব ছিল না। যথেষ্ট কষ্ট করেছে শুধু সকল অঙ্গ সংগঠন থানা নগর জেলা দায়িত্ব প্রাপ্ত নেতাদের যোগাযোগ সমন্বয় এর অভাব ছিল তার পর ও সাকসেস। আগামীর হরতালের অনুপ্রেরনা।
নিউজের ভীতরে লেখা আছে কোন কোন নেতৃবৃন্দ মাঠে ছিল।
সংগঠন কাঠামো না থাকলে যা হয় দুই একজন বীর বিক্রম হয়ে কি হবে নগর জেলা থানা ওর্য়াড় ইউনিয়ন নেতা কার কাছে জবাব চাইবেন সংগঠনের কাটামো তো নেই।
সঠিক..
হরতালের আগে অঙ্গ সংগঠন গুলোর থানা নেতৃবৃন্দের সাথে মত বিনিময় প্রস্তুুতি সভা হলে সব নেতা কে ফোন করে দায়িত্ব দিলে নগর জেলায় আর কঠিন হরতাল হত।
সহমত শাহেদ ভাই
হপতাল হইছে নাকী
হয়েছ নাকি হয় নাই সেটা জনগণ মূল্যায়ন করবে । হরতালতো ঢাকা হয়েছে..
আপনাকে দেখলাম ভাবিকে গাড়িতে তুলে দিতে
সঠিক..
যারা সবসময় রাজপথে থাকে তারাই ছিল ।আন্দলোন হরতাল সফল হবে তখনই মহানগর ও জেলার আওতাধীন বি এন পির ও অংগসংগঠন গুলি থানা ওয়ার্ড ইউনিট গুলি সকল পূণাঙ্গ কমিটি থাকলে সবাই রাজপথে নামবে ।তখন দায়িত্ব থাকবে জবাব দিহীতা থাকবে ।তখন আন্দলোন হরতাল সবই সফল হবে ।
হরতালের সঠিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছি নিউজে। হয়তো পুরোপুরি সঠিক তথ্য বাদও পড়তে পারে।
নিশ্চয় টেলিভিশন ক্যামেরার জন্য অপেক্ষায় ছিলো।
গতকালের শ্রদ্ধেয় মাহমুদুর রহমানের কথায় সঠিক পদে পদে বিশ্লেষণ করলে