অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা নূরুর বাসায় মাহমুদুর রহমান

2
.

চট্টগ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে নিহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা নূরুল আলম নূরু বাসায় গিয়ে শান্তনা জানিয়েছেন আমাদেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার সকালে মাহমুদুর রহমান নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ শেষে দুপুরে ছুটে যান নগরী চকবাজার থানাধীন গনি বেকারীস্থ ছাত্রদল নেতার ভাড়া বাসা নিম্মি ভবনে।

এসময় বিএনপি ছাত্রদল নেতৃবৃন্দ এবং পেশাজীবি নেতারা তার সঙ্গে ছিলেন। মাহমুদুর রহমান সহ নেতৃবৃন্দ নুরুর বাসায় পৌছার সঙ্গে সঙ্গে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। কানায় ভেঙ্গে পনে সদ্য বিধবা হওয়া নূরুর স্ত্রী ও স্বজনরা।

.

মাহমুদুর রহমান নুরুর এতিম শিশু সন্তানকে কাছে টেনে কোলে তুলে নিয়ে আদর করেন। অবুঝ দুই শিশু বাবাকে হারিয়ে নির্বাক হয়ে যান। এ সময় স্ত্রী সন্তানদের কান্নায় পুরো ভবনের পরিবেশ ভারী হয়ে উঠে। কান্নার শব্দে আশে পাশের প্রতিবেশীরা ছুটে আসেন। স্বজনদের অবস্থা দেখে কা্ন্না ধরে রাখতে পারেন নি মাহমুদুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ।

মাহমুদুর রহমান নুরুর পরিবারের অর্থনৈতিক  করুন অবস্থা দেখে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাষ্ট্রচিন্তক কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাজহার, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার কে এম সুফিয়ান, ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান ছুন্নু, ইঞ্জিনিয়ার কামাল, ছাত্রদল নেতা কামরুল ইসলাম জিয়াউর রহমান জিয়া।

২ মন্তব্য
  1. Mamunur Rashid বলেছেন

    খব কষ্টের দৃশ্যটা,,, আল্লাহ্ পাক যেন তার পরিবারকে ধর্য্য দরার তৌফিক দান করেন!

  2. AK Azad বলেছেন

    খুব ভালো লাগলো ধন্যবাদ