চট্টগ্রামে শনিবার “বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক” সেমিনার

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শনিবার চট্টগ্রামে আসছেন। সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তিনি পেশাজীবিদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন।
এছাড়া উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন কবি ও প্রাবন্ধিক ফরহাদ মাজহার, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য পেশাজীবি সমাজের সকল স্তরের জনগণকে উপস্থিত তাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন সাংবাদিক জাহিদুল করিম কচি। খবরঃ প্রেসবিজ্ঞপ্তি
আমার প্রিয় মানুষ এসেছিলেন,জান্তেও পারিনি।শিল্পী,,উনি কোথায় আছেন?
আপা, সকাল সাড়ে ১০ চলে আসেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে।
মাহমুদুর রহমান একটি ইতিহাস।
শিল্পী ভাই সব ঠিকতো নাকি ঢাকার মত কেড়ে নিয়ে যাবে
ইনশআল্লাহ এখনো পর্যন্ত ঠিক আছে..
চাঁছাছোলা কথা বললে আবার পুরে দেবে…… ওরা মওকা খুঁজছে !
উনি যা সত্য তা বলবেন.. জেল মৃত্যুকে উনি ভয় করেন না..আদালতে দাড়িয়েই তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। মাথা নত করেন নি।