অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুমিল্লা সিটিতে বিএনপি’র সাক্কু পুনরায় মেয়র নির্বাচিত

7
.

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মনোনীত প্রার্থী (ধানের শীষ) মনিরুল হক সাক্কু বিজয় লাভ করে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন।

বৃহস্প্রতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে গণনার পর রাতে রিটানিং অফিসার বেসরকারীভাবে মনিরুল হক সাক্কু বিজয় হয়েছেন বলে জানান।

নির্বাচনে সাক্কু ভোট পেয়েছেন ৬৮ হাজার ৯৯৮ ভোট তর নিকটতম প্রতিদ্বন্দ্বি  নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ভোট পেয়েছেন ৫৭ হাজার ৫৬৩ ভোট।

মনিরুল হক সাক্কুর কন্ট্রোলরুম থেকে দেওয়া তথ্যানুযায়ী, ১০৩টি ভোটকেন্দ্রের সব কয়টি কেন্দ্রের ফল জানা গেছে। তাতে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৫৬৩ ভোট। অনিয়মের কারণে বাকি ২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত কুসিক নির্বাচনের ভোটগ্রহণ হয়।

২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৩টি এবং ভোট কক্ষ ৬২৮টি। প্রিজাইডিং অফিসার ১০৩, সহকারী প্রিজাইডিং অফিসার ৬২৮ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১ হাজার ২৫৬ জন। মোট ১০৩টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

৭ মন্তব্য
  1. সহিদুল ইসলাম বলেছেন

    সূক্ষ্ণ কারচুপি হইছে,সংবাদটা পড়তে না পারাতে আপসোস লাগছে 😛

  2. Saiful Islam Shilpi বলেছেন

    কিছু লোক আছে বিএনপি জিতলেও চুলকায় হাররেও চুলকায়। বিএনপি জিতলেই যে নির্বাচন সুষ্ঠ হয়েছে তা কেবল বেকুবরাই ভাবে। কুমিল্লার নির্বাচনের বাস্তবতা কি ছিল সে চিত্র মিডিয়ার কল্যাণে দেশবাসী দেখেছে। কোথাই কেন্দ্র বন্ধ হয়েছে কোথাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কারা ঘটিয়েছে তা মিডিয়া এসেছে। বিএনপি জিতলেই সব বৈধ হয়ে যাবে এমন ধারাণাও লীগের দালালরা মনে করে।

  3. সহিদুল ইসলাম বলেছেন

    ধানপাতা ভর্তি মস্তৃস্ক সম্মৃদ্ধ দালালেরা শেষ বেলায় এসে সারাদিন ভর তৈরী করা নির্বাচন বিরোধী রিপোর্ট কুত কুত খেলার ল অনুযায়ী থুক্কু বইলা পাল্টে ফেলে 😛

  4. Saiful Islam Shilpi বলেছেন

    তোমার অবান্তর কথা বলার অভ্যাস গেলো না। যুক্তি দিয়ে খন্ডাতে না পারলে কমেন্টস করো কেন। আর বলো দাত ভাঙ্গা জবাব.!! হা হা হা..প্রতিদিন তোমার দাঁত কয়টা ভাংঙ্গে সেটা একটু মেডামকে বলতা। 😛

  5. সহিদুল ইসলাম বলেছেন

    যুক্তি কি সেটা চেনেন না কি?

  6. সহিদুল ইসলাম বলেছেন

    বুকে হাত দিয়া কন দেহি,রিজভীর ডায়লগ দিয়া নির্বাচনের ফলাফল ঘোষনার পর প্রকাশ করার জন্য কোন নিউজ রেডী করেন নাই?

  7. Saiful Islam Shilpi বলেছেন

    রেজভি বলেছে সে শুনারও আজ সময় পায়নি..কারণ আমি ছাত্রদল নেতার মৃত্যুে ঘটনা নিয়েই সারাদিন সময় পার করেছি..