চট্টগ্রামে ১ হাজার ৬৭২ কেজির ঝাটকা জব্দ

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় অভিযান চালিয়ে একটি কোল্ড স্টোর থেকে ৮৫ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬৭২ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে।
এসময় অবৈধভাবে ঝাটকা প্রক্রিয়াজাত করণের অভিযোগে “পেনিনসুলা কোল্ড স্টোর’ এর ম্যানেজার মোঃ আফসার আহাম্মদ (৫০)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৭ এর একটি টিম গোপন খবরের ভিক্তিতে কর্ণফুলী থানাধীন ইছানগর, আজিমপুরা ‘পেনিনসুলা কোল্ড স্টোর’ এর এ অভিযান চালায়।
র্যাব-৭ এর র্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান জানান, গোপন সংবাদে র্যাব জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে কর্ণফুলী থানাধীন ইছানগর, আজিমপুরা ‘পেনিনসুলা কোল্ড স্টোর’-এ জাটকা ইলিশ মজুদ করছে।
এর প্রেক্ষিতে বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ঝাটকা আটক করা হয়। এবং ‘মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ এর ০৫ ধারা মোতাবেক প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
hello akti good app free Facebook calan Download koron https:// apps.facebook.com/coolastiqe/proo/?i=654974