মতিঝর্ণার পাহাড়ে বসবাসকারীদের সর্তকতা এবং গ্যাস বিদ্যুৎ বিচ্ছিন্ন

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারের পাহাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বাসবাসকারী শতাধিক পরিবারকে অন্যত্র সরিয়ে যেতে নির্দেশ এবং ১৮টি পনিবারের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড়ধসে প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে। এলক্ষ্যে এবার আগে ভাগে উচ্ছেদে নেমেছে চট্টগ্রামের প্রশাসন।
আজ মঙ্গলবার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় এ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল ১১ থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে অভিযান। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন জানান, অভিযানে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরে যেতে সতর্ক করা হয় এবং অবৈধভাবে বসবাসকারী বেশ কয়েকটি বাসা-বাড়ির বিদ্যুৎ, পানির লাইনের সংযোগ বিছিন্ন করে দেয় জেলা প্রশাসন।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, হাবিবুল হাসানসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।