অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ফানুস উড়িয়ে মোমবাতি প্রজ্জলনে গণহত্যার শহীদদের স্মরণ

1
মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে গণহত্যায় শহীদের স্বরণ করলেন মোহরার মুজিব সৈনিকরা।
.

শনিবার সন্ধ্যায় আকাশে অন্ধকার নেমে আসতেই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার ইস্পাহানি বয়লার মাঠে তিন শতাধিক মোমবাতি একই সাথে জ্বলে উঠে!

এরপর ত্রিশ সেকেন্ড ক্ষণ গণনার পর নিভিয়ে দেওয়া হয় হাতে প্রজ্জলিত থাকা সব মোমবাতি! এর পরপরই ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধের প্রতীকী হিসেবে ৯টি ফানুস উড়ানো হয়।

এভাবেই ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালো রাত্রিতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণ করে চট্টগ্রামের মোহরা মুজিব সৈনিক।

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসের এই কর্মসূচীতে সংগঠনের আহবায়ক আসফাক হোসাইন খানের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা আলম দিদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি ডা. শেখ শফিউল আজম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, জুনিয়র চট্টগ্রামের সভাপতি গিয়াস উদ্দিন, কোতোয়ালী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুবেল খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, উপ-দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটু, মুজিব সৈনিকের প্রেসিডিয়াম মেম্বার আমীর হাসান, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী তানিম, আসাদুজ্জামান কানন প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Alam Didar বলেছেন

    কৃতজ্ঞতা