অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুক্রবার শিক্ষক সমিতির মানববন্ধন

0
সন্ত্রাসী হামলায় আহত দুই শিক্ষক শিক্ষিকা।

পটিয়া ও সীতাকুণ্ডে শিক্ষক শিক্ষিকার উপর বখাটেদের হামলার প্রতিবাদে আগামী ২৪ মার্চ শুক্রবার চট্টগ্রামে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।

আজ শুক্রবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনকে অহেতুক তথাকথিত বখাটে মোঃ ইকবাল হোসেন কর্তৃক নির্মমভাবে হামলা করে মাথা পাটিয়ে রক্তাক্ত করণ ও পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মিসফা সুলতানাকে স্থানীয় বখাটে আহসান উল্লাহ টুটুল দ্বারা খুন্তি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি চট্টগ্রামের উদ্যোগে আগামী ২৪ মার্চ শুক্রবার সকাল ১০ থেকে ১১টার মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধনে চট্টগ্রাম জেলা তথা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক বৃন্দ, পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি, বেসরকারীপদস্থ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মানববন্ধনে চট্টগ্রাম জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে মানববন্ধনকে সফল করার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি চট্টগ্রাম জেলার কাইছারুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছিদ্দিকী এবং চট্টগ্রাম জেলার সহ-সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম সকলের প্রতি সর্নিবদ্ধ অনুরোধ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আজ ২২ মার্চ পটিয়া উপজেলার উত্তর দেয়াংদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখেরা বেগম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করায় গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

*পটিয়ায় ক্লাসে ঢুকে শিক্ষিকার উপর হামলা, বখাটে আটক

*সীতাকুণ্ডে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষককে মেরে রক্তাক্ত