“শ্যালিকাকে বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবুল আক্তারের বিরুদ্ধে খেপেছে শশুর পরিবার!”

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে সাবেক এসপি বাবুল আক্তারকে দায়ি করে সম্প্রতি গণমাধ্যমে শশুর পরিবারে সদস্য বক্তেব্যের প্রেক্ষিতে ফের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মিডিয়া থেকে দুরে থাকা বাবুল আক্তার।
আজ সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ফেসবুকের নিজের আইডিতে বাবুল আক্তারের বিশাল ষ্ট্যাটার্সে উঠে এসেছে শশুর পরিবারের সাথে তার বিরোধের নেপথ্য তথ্যসহ অজানা বিভিন্ন কাহিনী।
বাবুল আক্তার তার ষ্ট্যাটর্সে শিরোনাম দিয়েছেন “সবাই বিচারক, আর আমি তথ্য প্রমাণ ছাড়াই খুনী” আমরা সে শিরোনাম বদলীয়ে তার লেখা থেকে একটি শিরোনাম দিয়ে পাঠকের উদ্দেশ্যে সেই বক্তব্য হুবহু তুলে ধরলাম-
“অনেকের অনেক জানতে চাওয়া আমার কাছে। আমি কথা বলার জন্য মানসিকভাবে কতটা প্রস্তুত তা নিয়ে কারও বিকার নেই। তবে আমার নিরুত্তর থাকার সুযোগটুকু কাজে লাগিয়ে মনের মত কাহিনী ফাঁদতে ফাঁদতে পরকীয়া থেকে খুন পর্যন্ত গল্প লেখা শেষ করে ফেলেছেন অনেকে। আমার কোন মাথাব্যথা নেই এসব নিয়ে, আমি আমার মা হারা সন্তানদুটোকে নিয়েই ব্যস্ত এখন। তাছাড়া প্রমাণের দায়িত্ব যারা অভিযোগ করেন তাদের। তবে আমার পরিবার পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের কথা ভেবে কিছু কথা না বললেই নয়।

শেষ থেকেই শুরু করি। ঐ শেষটা, যেখান থেকে আমার আর আমার সন্তানদের সব গ্লানির শুরু।
বাচ্চা দুটো হয়েছে তাদের মায়ের মত। ছিমছাম সাজানো ঘর ছেড়ে ঢাকায় বাবার বাড়ি বেড়াতে আসলে মিতু চট্টগ্রামে নিজের বাসায় ফেরার জন্য অস্থির হয়ে উঠতো। ছেলেমেয়ে দুটোও কিছুদিনের মধ্যেই নানার বাড়ি ছাড়ার জন্য অস্থির হয়ে উঠল। কিন্তু সন্তান আমার হলেও তাদের উপর নানা-নানীর অধিকারটুকু আমি বিলীন করতে চাইনি। ভেসে যাওয়ার দিনগুলোতে তারা (আমার শ্বশুরপক্ষ) আমায় আর আমি তাদের আকড়ে ছিলাম। তাই ছেলেমেয়ে নিয়ে দূরে সরে গিয়ে আমি অকৃতজ্ঞ হতে চাইনি। যত কষ্ট আর অস্বস্তিই হোক বাচ্চাদের নানা-নানীর কথা ভেবে আমি তাদের ঘরেই ছিলাম, কৃতজ্ঞ ছিলাম।
আমরা বাসায় ক্যাবল লাইন রাখা মোটেও পছন্দ করতাম না শুধুমাত্র ছেলেমেয়ে অরুচিকর অভ্যাস বন্দী হবে বলে। আর মিতু মারা যাওয়ার পর থেকে নানার বাড়িতে তার বাচ্চাদের দিন শুরু হত স্টার জলসা দিয়ে, শেষও হত স্টার জলসা দিয়ে। যে মিতুর দিন শুরু হত নামায দিয়ে তার সন্তানেরা সকাল সাতটায় জেগে টিভিতে সিরিয়াল দেখে দেখে বেলা এগারটায় নাশতা খেতে পেত। আমরা এধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলাম না। ছেলে শাকসবজি খেতে পছন্দ করলেও মাসে দুই-একবারের বেশী তা খাওয়া হত না। অন্যের বাড়িতে বাচ্চার ক্ষুদা আর স্বাস্থ্যের তাগাদা দেওয়ার সুযোগ আমার ছিল না। তবুও আমি চুপ ছিলাম, কৃতজ্ঞ ছিলাম।

আমার ছেলেটার চোখের সামনে তার মা খুন হয়েছে। নিয়মিত কাউন্সিলিং করিয়েছি তাকে। কাউন্সিলরের একটাই কথা কোন অবস্থাতেই ছেলের সামনে তার মায়ের মৃত্যু সংক্রান্ত কোন কথা বলা বা তাকে এ ব্যাপারে কোন প্রশ্ন করা যাবে না। ছয়টা মাস আমি চব্বিশ ঘণ্টা ছেলেটার পাশে পাশে থাকার চেষ্টা করেছি । খেয়াল রেখেছি যেন সে এসব কথাবার্তার মুখোমুখি না হয়। তবে বাইরে একদম না বের হয়ে তো পারা যেত না। যেদিনই বাইরে যেতাম ফিরলে দেখতাম ছেলে আমার মুষড়ে আছে। বাইরে থেকে ফেরার পর এক মধ্যরাতে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা আমায় প্রশ্ন করে, “বাবা, কান্না চেপে রাখলে কী বুকে ব্যাথা হয়? আমার বুকে এত ব্যাথা করে কেন?” আমি তাকে বুকে জড়িয়ে শান্ত করে জিজ্ঞেস করলাম, “কী হয়েছে?” সে বলল, “নানা-নানী সারাদিন আম্মুর কথা বলে আমার খুব কান্না আসে। কিন্তু কান্না করতে পারি না, আমার বুকে ব্যাথা করে।” তারপর আমাকে বলল যেন তাকে চট্টগ্রামের বাসার মত সুন্দর বাসায় নিয়ে যাই, দু’মাসের মধ্যেই।

ছেলের নানার বাড়িতে অস্বস্তি হওয়ার অনেক কারণ ছিল। আমার শ্বশুরবাড়িতে যৌথ পরিবার। অর্থাৎ, আমার শ্বশুর-শ্বাশুড়ি, আমার শ্যালিকা ও তার স্বামী, আমার শ্বাশুড়ির নিজের বোন এবং সেই বোনের স্বামী-সন্তানসহ মোট তিনটি পরিবার আমার শ্বশুরের চার বেডরুমের ঘরটিতেই থাকে। আমার শ্বশুরপক্ষের জামাতারা নিজের শ্বশুর-শ্বাশুড়ি নিয়ে শ্বশুরঘরেই থাকে, এটা তাদের পারিবারিক রীতি (যাতে আমি অভ্যস্ত নই)। মিতু মারা যাওয়ার পর আমি ছেলেমেয়ে নিয়ে শ্বশুরঘরের একটি রুমে থাকতাম। ঘরটা যেন আরও ঘিঞ্জি হয়ে উঠল। শ্বশুরঘরের লোকজনেরও আরও কষ্টে পড়তে হল। তাছাড়া চারপাশে বস্তিবাসীর চেঁচামেচি আর অশ্লীল কথোপকথন ছেলেকে আরও খিটখিটে করে তুলছিল।
জন্মের পর থেকে যে সন্তানদের আমরা সুবচনে অভ্যস্ত করেছিলাম তারা মায়ের মৃত্যুর পর চারপাশ থেকে গালমন্দ শিখতে শুরু করল। এভাবেই দিন কাটছিল। মাঝে আর বাসা পরিবর্তন নিয়ে ছেলের সাথে কোন কথা হয়নি, ভাবলাম হয়ত সে ভুলে গেছে। কিন্তু হঠাৎ একদিন ছেলে আমাকে টেনে ক্যালেন্ডারের কাছে নিয়ে গিয়ে বলল, “বাবা, আজ তোমার দু’মাসের সময় শেষ।” আমি অবাক হয়ে দেখলাম ছেলে আমার দু’মাস ধরে ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনছিল নানার বাড়ি ছেড়ে যাওয়ার। তারপর আমি ছেলের কাছ থেকে আরও ১৫ দিন সময় চেয়ে নিলাম।

সবদিক বিবেচনা করে আমি শ্বশুর-শ্বাশুড়িকে জানালাম যে বাচ্চারা এই পরিবেশে অনভ্যস্ত এবং থাকতে চায় না, তাই তাদের নিয়ে সুন্দর পরিবেশে থাকা প্রয়োজন। তারা খুব সুন্দর সমাধান দিলেন। বললেন তাদের ঘরের উপরেই আরও ঘর তৈরী করতে আমি যেন ১০ লক্ষ টাকা দেই এবং সেখানেই থাকি। আমি যে দশ টাকার লোকও নই, একথা বোঝানোর মত সাধ্য আমার ছিল না। আর ঘর ঘিঞ্জি না হওয়ার সমাধান স্বরূপ বললেন যেন আমার মা-বাবা, ভাই-বোন, আত্মীয় স্বজন কেউই আমার কাছে না আসে। আমার শ্বশুর বললেন, হয় আমাকে আমার বাবা-মা ছাড়তে হবে, না হয় শ্বশুর-শ্বাশুড়ি ছাড়তে হবে। আমি কী মরে যাওয়ার অপেক্ষায় ছিলাম? কী জানি! তবে আমি চুপ ছিলাম, কৃতজ্ঞ ছিলাম।
দিন কাটছিল যুগের গতিতে। ছেলেমেয়ে রাত বারটা পর্যন্ত পড়াশোনা করতে শুরু করল। আমি ভীত হয়ে উঠলাম। কারণ শিশু বয়সে পড়াশুনার চাপ নেওয়াটা আমি মানসিক বিকাশের অন্তরায় হিসেবেই দেখি। তাছাড়া মা হারিয়ে আমার সন্তানেরা এমনিতেই তীব্র মানসিক চাপের মাঝে ছিল। আমি একদিন ছেলেকে জিজ্ঞেস করলাম এত রাত পর্যন্ত তারা কী পড়াশুনা করে। তখন ছেলে বলল নানী বলেছে তাকে বনশ্রী আইডিয়াল স্কুলে চান্স পেতেই হবে এবং তাই ‘ছোটআম্মু’ তাদের মধ্যরাত পর্যন্ত পড়ায়। ভাবলাম মিতুর ছোটবোন শায়লার কথা বলছে। কিন্তু পরে আবিষ্কার করলাম মিতুর সদ্য এসএসসি পাশ করা ১৬ বছর বয়সী খালাতো বোনকে (যে তার পরিবারসহ মিতুর বাবার বাড়িতেই থাকে) আমার ছেলেমেয়েকে ‘আম্মু’ ডাকা শেখানো হয়েছে এবং আমাদের সবকিছুর তদারকিও সেই বাচ্চা মেয়েটিকে দিয়ে করানো হয়।

একদিন ছেলের স্কুলের একটি অনুষ্ঠানে মায়ের ভূমিকায় পাশে এসে বসে মেয়েটি। বিভিন্ন সময়ে তাকে এগিয়ে দেওয়া হত বাচ্চাদের মায়ের ভূমিকায়। রাতে ফিরে দেখতাম ছেলেমেয়ে নিয়ে সে আমার ঘরেই আছে। আমার স্ত্রী মারা যাওয়ায় আমি এতটা বিকারগ্রস্ত হইনি যে, একটা ইন্টার পড়ুয়া ১৬ বছরের বাচ্চামেয়েকে বিয়ে করে আমার বাচ্চাদের ‘মা’ বানাতে হবে। তাদের একটাই কথা, শ্বশুরের বাড়িতেই নতুন ঘর বাঁধতে হবে এবং সেখানেই থাকতে হবে। আমার ঐসময়কার অনুভূতি কোন শব্দে প্রকাশ করা সম্ভব নয়। তবে দিনদিন এসব আচরণ এতটাই বিধতে লাগল যে, আমি আমার দ্বিমত প্রকাশের জন্য কোন শব্দ না খুঁজে বরং একটা চাকরি ও বাসা খুঁজে নিলাম। আমার শ্বশুর পক্ষকে জানিয়েই বাসা নিয়েছি এবং এতে তারা ভীষণ মনঃক্ষুণ্ণও হয়েছিলেন। বলেছিলেন এর পরিণাম হবে খারাপ এবং আমাকে পচিয়ে ছাড়বেন তারা। তবে প্রস্থানে আমি চুপই ছিলাম, কৃতজ্ঞ ছিলাম।
বাস্তব জীবনটা কোন চলচ্চিত্র না। আমি সুপারকপের মত উঠে গিয়ে স্ত্রীর খুনী বের করে ফেলব?! সবকিছুর নিয়ম থাকে, প্রক্রিয়া থাকে। তদন্ত তদন্তের নিয়মে চলছে এবং সেই প্রক্রিয়ায় আমার যতটুকু প্রয়োজন অংশগ্রহণও রয়েছে।আমাকে যখনই তদন্তের প্রয়োজনে ডাকা হয়েছে আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছি, তদন্ত কর্মকর্তার সাথে ফোনে কথা বলেছি।
বাদীর কাজ সাক্ষীকে তদন্ত কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এটা আমি বুঝতে পারিনি! আমার মা-বাবা কিংবা শ্বশুর-শ্বাশুড়ি কাউকেই তদন্তকর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দিতে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার মত বিলাসিতা করার সুযোগ আমার নেই কারণ মায়ের মৃত্যুর পর থেকে একরাতও বাচ্চারা আমায় ছেড়ে থাকেনি। জন্মের পর থেকেই তারা রাতে আমার সাথে ঘুমিয়েই অভ্যস্ত। আমাকে কয়েকঘন্টা না দেখলেই কেঁদে অস্থির হয় তারা। আমাকে দিনের মধ্যে কয়েকবারই বাসায় যেতে হয়, অনেক সময় ছেলেমেয়েকে নিয়েই অফিসে যেতে হয়। তাই প্রথমে আমার শ্বশুরের পছন্দমত তার বাড়ির কাছের স্কুলটিতে ভর্তি করালেও ছেলের দিকে তাকিয়ে তাকে আবার আমার অফিসের কাছাকাছি একটি স্কুলে ভর্তি করাই।

আমার মূখ্য অপরাধের তালিকায় বাচ্চামেয়ে বিয়ে না করে শ্বশুরবাড়ি ছেড়ে ছেলেমেয়ে নিয়ে নিজেরমত থাকাটাই হয়ত একনম্বরে জায়গা পাবে। না হয় মিতুর মৃত্যুর পর তার মা কেঁদে কেঁদে বলেছিলেন, “১৪ বছরের সংসারে অশান্তি হয়নি বাবুল-মিতুর।” আমার শ্বাশুড়ি আরও বলেছিলেন, “বাবুল হইল ফেরেশতা।” এমনকি গতমাসে (২৫ জানুয়ারি, ২০১৭) তিনি চট্টগ্রামে সাংবাদিকদের বলেছেন, “আমি বাবুলকে সন্দেহ করি না।” মিতুর বাবা মিডিয়ায় আমাকে নিয়ে নানা অপপ্রচারের প্রেক্ষিতে বলেছিলেন, “এসব কথা ভিত্তিহীন। তদন্ত ভিন্নখাতে নেওয়ার জন্য এসব রটানো হচ্ছে।” আমার শ্যালিকা শায়লা বলেছিল, “ভাইয়া আর আপুর সংসারে কোন অশান্তি ছিল না।” আর কয়েকমাস গড়াতেই আজ ভিন্ন কথন!
মিতু মারা যাওয়ার আটমাস পর তার মা-বাবা আর বোনের মনে পড়ল আমি মিতুকে অবহেলা করেছি, তার সাথে খারাপ আচরণ করেছি দিনের পর দিন, প্রতিনিয়ত পরকীয়ার সম্পর্ক চালিয়ে গিয়েছি, মিতু আত্মহত্যা করতে চেয়েছিল এবং মিতু নিতান্তই অপারগ হয়ে আমার সংসারে ছিল! আর এই আট মাসে একবারও মিতুর মায়ের মনে হয়নি যে মিতুর মৃত্যুর আগে তার সাথে আমার আচরণ বদলে গিয়েছিল। মিতু আত্মহত্যা করতে চেয়েছিল এটা ২/৩ মাস আগে জানলেও গত মাসেই চট্টগ্রামে সাংবাদিকদের বলে এসেছেন তারা আমাকে সন্দেহ করেন না। আমার অবুঝ দুই সন্তানের দিকে তাকিয়ে নাকি তারা চুপ ছিলেন। তাহলে কী এখন আমার সন্তানেরা সব বুঝতে শিখেছে, আট মাসেই সাবালক হয়ে গেছে? ছেলেমেয়ের প্রতি মায়া উবে গেছে?!

আমি বুঝলাম না কোন মা-বাবা তাদের মেয়ের স্বামীর পরকীয়ার সম্পর্ক আছে জেনেও কীভাবে মেয়েকে ঐ স্বামীর সংসারে রেখে দেয়!!! অন্তত যৎসামান্য চেষ্টাও কী কেউ করে না তার মেয়েকে সুখী করার?! আর যেই মেয়ের স্বামী পরকীয়ায় আসক্ত, যার সাথে দিবানিশি অশান্তির সংসার ছিল, সে খুন হওয়ার পর আট মাসেও তার মা-বাবার একটিবারের জন্যও মনে হল না যে স্বামীই তার হত্যাকারী?! বরং ছয়মাস সেই জামাতাকে নিজের ঘরে রেখে তাদেরই অারেক মেয়ের সাথে বিয়ে দিতে চাইলেন?!
আরও কত গল্প যে শুনতে হবে জানি না। কারণ, আমার শ্বশুর তো বলেই রেখেছেন যে আমার দেশে-বিদেশে পরকীয়া আছে। তাদের কথা শুনে আমার এখন মনে হয় পরকীয়া ছিল আমার ফুলটাইম পেশা, আর চাকরি ছিল পার্ট টাইম!!!
আমার শ্বশুরপক্ষ তাদের কথা রেখেছেন, আমাকে অপমানিত করার জন্য চেষ্টায় কোন ত্রুটি রাখেন নি। “তোমারে পচাইয়া ছাড়মু, শান্তিতে থাকতে দিমু না।”- কথাটি অক্ষরে অক্ষরে রাখার নিরন্তর সাধনা করে যাচ্ছেন তারা। আমি যে বড়ই অবাধ্য জামাতা, আমার মা-বাবা,পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে, ষোড়শী শ্যালিকাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই ঘর তৈরী করে ঘরজামাই হবার মত বাধ্য যে আমি নই!!!

মিতু যেদিন মারা যায় সেদিন সারাদেশই ছিল দিশাহারা। আমার শ্বাশুড়ি ও শ্যালিকাও (শায়লা) ছিল শোকে বিহ্বল। তারা সেদিন দুঃখে মিতুর লাশ বাদ দিয়ে আমাদের আলমারী থেকে আমাদের সব কাপড়চোপড়, গয়নাগাটি আর জমানো কিছু টাকাপয়সা ব্যাগে ভরে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসাতেই ব্যস্ত ছিল!! তাছাড়া এর কিছুদিন পর তারা মিলাদ পড়ানোর নামে চট্টগ্রাম গিয়ে বাইরে থেকে মিস্ত্রী ডেকে নিয়ে আমার বাসার আলমারী ভেঙ্গে বাকী যা কিছু ছিল তাও নিয়ে আসে। পরবর্তীতে মিতুর ব্যবহৃত জামাকাপড় ও জিনিসপত্র তার আত্মীয় স্বজনদের ব্যবহার করতে দেখে কষ্ট পেয়েছিলাম। মায়ের স্মৃৃতি হিসেবে বাচ্চা দুটোর জন্য আমার কাছে আর কিছুই নেই। শোকগ্রস্ত আমি চুপই ছিলাম, কৃতজ্ঞ ছিলাম।
পৃথিবীর এমন একটি দম্পতি আমি দেখতে চাই যাদের মধ্যে মতবিরোধ এবং মনোমালিন্য হয় না। আমি কী আকাশের চাঁদই হাতে চেয়ে ফেললাম? হ্যাঁ, অতি অবশ্যই হ্যাঁ। আমি আগেও বলেছি, নির্ঝঞ্ঝাট সংসার দেবদূতেরও হয় না।আমার সংসারেও ছোট বড় রাগ অভিমান হত, যেভাবে আর দশজনের হয়। সবাই নিশ্চয় এজন্য একে অন্যকে মেরে ফেলে না। তাছাড়া একে অন্যকে মেরে ফেলার জন্য কেউ চৌদ্দ বছর সংসার করে না। একে অন্যকে মেরে ফেলার জন্যই কী কেউ দুটি সন্তানের জন্ম দেয়?
আর আমার পরকীয়া সম্পর্কে সংবাদমাধ্যম থেকে জেনে একজন যৌক্তিক পাঠক হিসেবে আমার প্রশ্ন এসবের কোন সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে কী না?
নিহত আকরামের বোন রিনি অভিযোগ করেছেন যে আমার প্রভাবে পুলিশ আকরাম হত্যার অভিযোগ থেকে আমার নাম বাদ দিয়েছিল। অথচ তিনি তখন আমার নামে কোন অভিযোগই করেননি। রিনি তখন আদালতে অভিযোগ করেছিলেন যে আকরামের স্ত্রী তার ফুপাতো ভাই মুনের সাথে পরকীয়ার সম্পর্কের জের ধরে আকরামকে খুন করে। ঐ অভিযোগে আকরামের স্ত্রী, তার কথিত প্রেমিক মুন এবং আকরামের শ্বশুর-শ্বাশুড়ির নাম উল্লেখ করা হয়। তাছাড়া ঘটনার সময় আমি দেশেও ছিলাম না।

এত বছর পর রিনি আগের সব অভিযোগ ভুলে গিয়ে আমার বিরুদ্ধে তার ভাই হত্যার বিচার চাইতে গিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশের (আমার শ্বশুর) কাছে!!! আর নিহত আকরামের স্ত্রী থাকেন মাগুরা এবং ঝিনাইদহে; আমার পদোন্নতির আগ পর্যন্ত আমি থাকতাম চট্টগ্রামে। আর আমার বছরে একবারও বাড়ি যাওয়ার মত সময় সুযোগ হত না। পরিচয় ছাড়া, যোগাযোগ ছাড়া, দেখা সাক্ষাত ছাড়াও যে পরকীয়া হয় এটা জানা ছিল না।
আকরামের বোন অভিযোগ করেছেন যে ছেলের শোকে তার মা মারা গিয়েছেন। এখন আকরামের মায়ের মৃত্যুর দায়ও যদি আমার উপর চাপানো হয় আশ্চর্য হব না!!! কারণ তিনি তো বিচার চাইতে গেছেন অবসরপ্রাপ্ত পুলিশের (আমার শ্বশুর) কাছে। এটা ঠিক যে মৃত আকরামের স্ত্রী মাগুরায় আমাদের একই এলাকায় থাকতেন এবং তার স্বামী মারা যাওয়ার পর আকরামের রেখে যাওয়া সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের কারণে সে আমার ছোট ভাইয়ের (পেশায় আইনজীবি এবং মাগুরায় থাকে) কাছ থেকে আইনী সহায়তা নিয়েছিল, যে ঘটনায় আমার কোন সংশ্লিষ্টতাই ছিল না। একই এলাকায় থাকলে কিংবা বাবা-ভাইয়ের সাথে পরিচয় থাকলেই যদি পরকীয়া হয়ে যায় তবে আমার পরকীয়ার প্রেমিকাদের নাম লেখা শুরু করলে তা পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে শুরু হয়ে দক্ষিণ গোলার্ধে পৌঁছালেও শেষ হবে না।
যখনই আমি শ্বশুর-শ্বাশুড়ির অমতে বাচ্চাদের নিয়ে আলাদা বাসায় আমার মা-বাবাকে নিয়ে থাকা শুরু করলাম, তখনই আমার শ্বশুর আমার পরকীয়ার খোঁজ পেলেন, ঠিক তখনই আমার শ্বাশুড়ি মিতুর সাথে আমার খারাপ সম্পর্কের কথা জানতে পারলেন, আর তখনই আকরামের বোন জানতে পারলেন তার ভাইয়ের স্ত্রীর সাথে আমার পরকীয়া ছিল; তখনই তারা জানলেন চিত্রনাট্যের নাট্যকার ছিলাম আমি!!! আমার শ্রদ্ধেয় শ্বশুর-শ্বাশুড়ি হয়তো সেই নীতি অনুসরণ করেছেন, ‘একটা মিথ্যা দশবার বললে তা সত্যে পরিণত হয়।’ তারপরও আমি কৃতজ্ঞ তাদের প্রতি। কারণ, তারা তো আমার স্ত্রীর বাবা-মা, আমার সন্তানের নানা-নানী।

আমি চাই আমার স্ত্রী হত্যার সঠিক বিচার হোক। সে আমার সন্তানদের মা, আমার পৃথিবীর ভিত ছিল সে। তাকে হারিয়ে আমি এবং আমার বাচ্চা দুটোর চেয়ে বেশী কষ্ট কেউ পেয়েছে বলে আমার বোধ হয় না। এখনও সামলে উঠতে পারিনি আমরা। বাচ্চাদের একটা স্বাভাবিক জীবন দেওয়ার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরমধ্যেই যে যা ইচ্ছে বলছে, ছাপছে। আমার ছেলেটা যখন এসব সংবাদ পড়ে ও দেখে তখন তার মানসিক অবস্থাটা কী দাড়ায়? কোন সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া শুধুমাত্র কারও ব্যক্তিস্বার্থে করা মিথ্যা অভিযোগের ভিত্তিতে যারা কথা বলছেন, তারা আমার জায়গায় নিজেকে একবার রাখুন, নিজের সন্তানটিকে আমার ছেলের জায়গায় ভাবুন। তারপর কলম হাতে নিন, সংবাদ বাণিজ্য করুন।
আজ আমার ছেলের জন্মদিন, মাকে ছাড়া প্রথম জন্মদিন তার। কী ভাবছে সে মনে মনে? কতটা কষ্ট পাচ্ছে সে? এসব নিয়ে ভাবার সময় কোথায় কার?
কথাগুলো একান্তই পারিবারিক। মেয়ে হারিয়ে মা-বাবার কষ্ট প্রকাশের একটা মাধ্যম হয়ত এসব ভিত্তিহীন অসংলগ্ন ও উদ্দেশ্যপ্রণোদিত কথাবার্তা, তাই আমি প্রত্যুত্তরে এতটুকু শব্দ করতেও নারাজ। কিন্তু এখন কথাগুলো পরিবারের সীমা পেরিয়ে লোকের ঘরে ঘরে বিনোদোনের উৎস হিসেবে স্থান পেয়েছে। তাই আজ কিছু বলতে হল।
এত স্বল্প পরিসরে সবটুকু বলে শেষ করা সম্ভব নয়। যদি সব বলতে বসি তবে হয়ত একটা বই-ই হয়ে যেত।
Ata ki sotto bai jan
পড়ে দেখেন প্রশ্নের উত্তর পাবেন…
উনি পাগল, সম্ভবত অপরাধি।
কে পাগল কে অপরাধি ..?
উনি। পাগল ও অপরাধি দুটোই। পুলি্শ হয়ে জলসা/নামাজের বয়ান ফরমাইতেছে। আবে চাকরী ছাড়লি কেন…এত নামাজভক্ত হলে? ঘুষ আর খুনের পরিকল্পনার ফিরিস্তি যখন সামনে ধরা হল, তখন সুরসুর করে চাকরি ছাড়ল।
তুই দেখি এখন ব্যবসা ছেড়ে ডাক্তারী পেশায় ব্যস্ত হয়ে গেলি। কে পাগল কে ভালো তাও নির্ধারণ করিস..! উনি অপরাধি একথা বললে তো তুই অপরাধ করলি। দেশের কোন আদালত কি রায় দিয়েছে উনি অপরাধি..?
ভাই,আদালতের রায়ের আগে চাকুরী ছাড়ার রহস্যটা কি?কোন মামলার বাদীকে চাকুরী ছেড়ে মামলা চালাতে হয় না।আমার একমাত্র প্রশ্ন উনি একজন সৎ ও সাহসী পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও চাকুরী ছাড়লেন কেন?প্রয়োজন হলে উনার বিরুদ্ধে যারা যড়যন্ত্র করছেন,তাদের সাথে বিদ্রোহ করতেন,চাকুরীচুত্য হতেন,কিন্তু নিজে থেকে চাকুরী ছেড়ে আসলেন কোন কারনে??
অপরাধি না হলে চোরের মত চাকরি ছাড়ল কেন? ফাইট করা সাহসী /নিরপরাধদের কাজ। এত সাহসী লোক কয়েক ঘন্টার প্রেশারে হাতপা ছেড়ে দিল!!!???
ওনি চাকুরী ছাড়েন নি। ছাড়তে বাধ্য করেছে সরকার একথা একটা শিশুও জানে। তুমি জানো না..? হায় আফসোস..! সরকারের সাথে যুদ্ধ করবে..?
সরকার ওর চাকুরী খাওয়ার জন্য ওর বউয়ের খুন করাইছে???? 😛
মামলার তদন্তচিত্র এবং ঘটনা পরবর্তি পরিস্থিতি তো সেটাই ইঙ্গিত করছে।
সরকার চাইলে হাজারো ওসডির মত ওনাকে ওএসডি বানাতে পারত না?কস্কি?
কেন ওএসডি করলো না, সেটা সরকারকে জিজ্ঞাসা কর। তোর মতে ধরে নিলাম বাবুল সেচ্ছায় চাকুরী ছেড়েছে। তাহলেতো সরকারে উচিত ছিল স্ত্রী খুন হওয়ার পরপরই বাবুল কেন চাকুরী ছাড়লো তার অনুসন্ধ্যান করা। নিশ্চয় সে খুনি। তাহলে তাকে কেন আইনের আওতায় আনলোনা..? সে প্রশ্নে জবাব দেয়।
সম্ভবত তাঁকে সেকেন্ড চান্স দেয়া হয়েছে বাচ্চাদের কথা ভেবে। তিনি পর পর দু’বার পদক পেয়েছেন, এ সরকারের আমলেই।
এত্ত সাহসী ও সৎ অফিসার কেন মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন না যে উনাকে সরকার জোর করে চাকুরী ছাড়তে বাধ্য করছেন মিতু হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য?এটা করলে কি উনাকে সরকার মেরে ফেলতেন!আর যদি মেরেই ফেলতো,তবে একজন বীরের মতই মারা যেতেন,কাপুরুষের মত বেঁচে থাকার পথ বেছে নিতেন না কোন দিনও।
বাবুল আক্তারের জায়গায় নিজেকে একবার চিন্তা করে দেখো..উত্তর পেয়ে যাবে।
কেন আই নিজেরে উনার জায়গায় চিন্তা করুম!!!আমার বাচ্চারা ওদের মায়ের বুকে শান্তিতে ঘুমাচ্ছে 😀
সেজন্যইতো তোমার মুখ দিয়ে অবন্তর কথা বের হচ্ছে। আর বাবুলের ছেলে মেয়েরা এবং বাবুল যে অবস্থায় আছে তাদের মুখ দিয়ে তোমার আমার মত সব কথা বের হওয়া কিভাবে আশা করো।
জটিল !!!! পাবলিকের ব্রেনে সর্ট-সার্কিট হওয়ার অবস্থা !!!
লেখাতে যে শ্বশুর বাড়ীর পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে,যে পরিবেশে বাচ্চারা বড় হয়ে উঠতে অনেক প্রতিবন্ধকতার কথা বলা হয়েছে,সেই পরিবেশেই জন্ম নেওয়া ও বড় হয়ে উঠা মিতু কে নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে!যে পরিবারে সকাল শুরু হয় স্টার জলসার সিরিয়াল দিয়ে এবং সিরিয়াল দেখার কারনে সকালের নাস্তা ১১ টায় খায়,সেই পরিবেশে কেউ বড় হয়ে অভ্যাস বদলে ফেলতে পারে বলে আমার জানা নেই।
স্টার জলসা চ্যানেল এর অনুমোদন তো হাইকোর্ট দিলো…।
পুলি্শ হয়ে জলসা/নামাজের বয়ান ফরমাইতেছে। আবে চাকরী ছাড়লি কেন…এত নামাজভক্ত হলে? ঘুষ আর খুনের পরিকল্পনার ফিরিস্তি যখন সামনে ধরা হল, তখন সুরসুর করে চাকরি ছাড়ল।
চাকরী ছাড়ছে তোরে কে বললো। আরে তোর সরকার তাকে চাকুরী ছাড়ছে বাধ্য করেছে। আর পুলিশ হয়ে স্টার জলসা/ নামাজের কথা বলা জাবে না। এই তথ্য কোথাই ফেলি..? উনি উনার শশুর বাড়ি চিত্রটাই তুলে ধরেছেন।
ওনার শ্বাশুর বাড়ি জলসা দেখে মানে ওরা কাফের কিন্তু নামাজ ফরমাইতে ফরমাইতে উনার কপালে গিট্টু হইছে সেটা তো ওনার ছবি দেখে বুঝা যায় না। ধর্ম হচ্ছে পাপীদের শেষ আন্ডারওয়ার।
নাস্তিক্যবাদী ছাড়..এ মতবাদের বেইল নাই…
Sagar Kamal ভাই,আজ কোন জাহাজে উঠেছিলেন 😛
লিমনের জাহাজে … 😛
হেতে এখনও ফুল লোড হয়ে আছে.. 😛
সরকারের খেয়ে দেয়ে আর কোন কাজ নাই যে একজন এসপি কে চাকুরী ছাড়তে বাধ্য করবেন!আরও তো অনেক এসপি আছেন,অনেকে ওএসডি অবস্থায়ও আছেন,তাদের কে তো জোর খাটিয়ে বাধ্য করছেন না!উনার চাকুরী ছেড়ে আসাটা রহস্যময়।এই রহস্যের মধ্যেই মিতু হত্যার রহস্যও জড়িত।দেখবেন,সময় পরিবর্তনের সাথে সাথে এই হত্যা রহস্যও বিলীন হয়ে যাবে।Saiful Islam Shilpi
আমারে না নিয়া 🙁
অবশ্য আমি ছিলাম হাজী সাহেবের জাহাজে 😀
ফুল না, কোয়াটার।সাইফুল ইসলাম
হাজী সাহেবের জাহাজের উপরে নিচে তো সব পানি। সহিদুল ইসলাম
সহিদুল ইসলাম তোমার কথাতেই তোমার প্রশ্নের উত্তর আছে। সরকার চাইলে খুনের আসল রহস্য বের করা কোন ব্যাপার না। কিন্তু হবে না। তোমার কথাই সত্য। এবং রহস্য উম্মোচন না হওয়ার সাথে বাবুলের চাকুরীর ব্যাপারটাও ওতপ্রোতভাবে জাড়িত।
সরকার বের করছে, করে বাবুলরে একটা সেকেন্ড চান্স দিছে। কারণ তদন্তে সম্ভবত মিতুরও দোষ পাওয়া গেছে। সরকারকে ছাগল ভাবিস না, ছাগলের জন্য সরকার হাতি মানত করে না।
বাবুল সাহেব চাকুরী না ছাড়লে অবশ্যই সরকার শত চেষ্টা করলেও হত্যা রহস্যও চাপা দিতে পারতো না।
আমি শতভাগ নিশ্চিত বাবুল ভাই চাকুরী স্বেচ্ছায় ছাড়েড়ন নি। তাকে ছাড়ছে বাধ্য করেছে। তুমি সেদিনের পরিস্থিতিটা স্বরণ কর। স্ত্রী হত্যার ২৪ ঘন্টা পার না হতেই কোন রকম তদন্ত ছাড়াই বাবুলকে ডিবিতে ধরে নিয়ে হত্যার দায় তার উপর চালানো চেষ্টা করে। এবং সেদিনই চাকুরী ছাড়ার জন্য শর্ত জুুড়ে দেয়া হয়।
বাবুলকে ২৪ ঘন্টা নয় কয়েকদিন পর ধরেছে, সরকারের কাছে যথেষ্ট প্রমান আসার পর।
ভালো কথা সরকারের কাছে প্রমান আছে। তাহলে তাকে বিচারের মুখোমুখি না করে। সরকার নিজেই কেন বিতর্কের দায়ভার নিচ্ছে। প্রমাণ যদি থেকেই থাকে তাহলে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে এতো লুকোচুরি কেন। কেন এতোগুলো নিরীহ মানুষকে হয়রানী। কেন সরকার রহস্য উম্মোচন করছে না। এর রহস্য কি..?
নিরীহ নয়, খরচযোগ্য সবগুলোকেই বিচারের ধার না ধেরে ক্রসে দিয়েছে সরকার। মুছারে গুম করা হয়েছে। বাবুলরে চান্স দেয়া হয়েছ।
হ. হত্যার রহস্য উৎঘাটনা হলো না। আর ধরে ধরে জেলে ঢুকালো এবং ক্রস দিলে ঘুম করলো। এটাইতো সরকারের খেলা। এখানেই ধরা ,…
৯৯% ক্ষেত্রে খরচযোগ্যদেরই সরকার খরচ করে। মিতু হত্যাকারী বা সহযোগী সন্দেহে কোন নিরীহকে খরচ করা হয়নি।
আসলেই কাজটা করা ঠিক হয়নি,পুলিশের ভাবমুর্তি এমনিতেই ভাল নয়,একজন পুলিশ অফিসারের প্রতি সিম্প্যাথী দেখাতে গিয়ে এবং পুলিশের ভাবমূর্তি অটুট রাখতে যে কাজ করা হয়েছে,সেটা অনুচিত হয়েছে।আপনার বাবুল ভাইয়ের আজকের স্ট্যাটাসে শ্বশুর বাড়ীর এমন বর্ণনা দিয়েছেন,যেন জীবনে প্রথমবার শ্বশুর বাড়ী গিয়েছেন!উনার নিজের বাবা-মা থাকতে শ্বশুর বাড়ী গিয়ে উঠাটাও রহস্যজনক।উনি খুব ভালমতই জানতেন যে সেখানে থাকার মত একটা রুম দিলে অন্যদের সমস্যা হত।আর একটা কথা,আজ যেমন শ্বশুর বাড়ীর বর্ণনা,ষোড়শ বয়সী শালিকার বিবাহ নিয়া যেমন স্ট্যাটাস দিয়েছেন,ঠিক তেমনি চাকুরী ছাড়ার নৈপথ্য কাহীনির বর্ণনা দিয়া এমন একটা স্ট্যাটাস দিতে বলুন।
সময় হলে দিবে. সব রহস্য বেরিয়ে আসবে, অপেক্ষা করো।
আর কব্বে সময় হবে শিল্পী আপু!
ঘরের ছাদটা কে ফুঁড়ে আকাশটাকে ছুলেই,তবে আমাদের কে রহস্যময় ২৪ ঘন্টার বিবরণ দিবেন!
৩০৩৩ বছর পার হলেও ঐ রহস্যের কোন স্ট্যাটাস বের হপে না 😛
এই স্ট্যাটাস দেয়া শুরু হলো.. অপেক্ষায় থাকো। ২৪ ঞন্টায় খুনের রহস্য উৎঘাটন এবং খুনিদের গ্রেফতারর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তোর সরকারের মন্ত্রী মহোদরা। সে ২৪ ঘন্টা ২৪ মােসেও আসেনি। দেশটা এভা্বেই ফাঁকাফাকিঁর উপর চলছে।
২৪ ঘন্টায় সরকারে সব বের করে ফেলেছেন।
ভাই,বাবুল আক্তার কি বিএনপি করতেন????
না, তোমরা তাকে আরো এক দাফ উপরে উঠিয়ে শিবিরের নেতা উপাধী দিয়েছিলে।
আমি মনে করি বাবুল আক্তারের সাহসীকতার ফল হল তার স্ত্রী হত্যা ।
eto porey jokhon sashur bollo, tatey public o sotto money korena.
Ah….ke moja salay vool kortace salir jonno duniya pagol……beya koira fala
ওকে ফাসি দেন
Fasi chi
অাপনার শাশুর হলো একজন লোভী লোক।
টাকার জন্য মানুষ কি না করতে পারে
All confusing things are coming out. So quick investigation is needed to find out the truth.
Babul akterer farhi chai
https://lm.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.jugantor.com%2Fonline%2Fnational%2F2017%2F02%2F28%2F40750%2F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF&h=ATMVUV0r950i_oTO_n4nQmnlRiTyY6GFjgcALgxiTb-6ctrkKIjIq4I5VCthcO8Z0LyYwMyQLXo5Nb-hqw1AgnJ9YEOc5Qg__xZtAyoOxG9YNVxXh6BRgnC1jT112-1HvHRtNA&enc=AZOdZ6anEFOGFZMZWSdBYBB0dzaBzz6TOuyaiAnAB-Efnrws_gEUfiGDjvGd9BHHObqtaLGb3yneYQNya7SAM-lY2_k4vbXUx61UDzPLze7N9sS2oDBDzIMfNvTlmy3NwskHpODD4R4XdNRPC35lK9v7YyhMWwkI-NQDdi6Xl99qO43qmwfOrK6kuWx7o4atfEM&s=1
পাঠক নিউজ একটা নাম ঠিকানা বিহিন দালাল পত্রিকা নিচে লিনক দিছি দয়া করে সব পড়বেন কারন। সেইখানেই স্পষ্ট লেখা আছে বাবুল আক্তার এর এক সালিকা তার বিয়ে হয়েছে এক ডাক্তার এর সাথে। তাহলে এই দালাল মিডিয়া কি ভাবে বলে সালিকাকে বিয়ের প্রস্তাব প্রত্তাখান করায় খেপেছে শোসুর বাড়িরর পরিবার
ধন্যবাদ মন্তব্য করার জন্য! প্রথমত, নাম ঠিকানা না পাওয়া আপনার ব্যর্থতা, দ্বিতীয়ত, এই সংবাদটি সম্পূর্ণ বাবুল আক্তারের ষ্টেটাস থেকে নেয়া অংশ, এখানে আমাদের এডিটের কিছু নেই।
Anamulhaq Anam আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মিতু’র কাজিন সিস্টারও বাবুল আক্তারের সম্পর্কে শ্যালিকা’ই হবে। ধন্যবাদ!
পত্রিকাকে গালি দেয়া যুক্তিযুক্ত কিনা ভেবে দেখা দরকার। বিস্তারিত না জেনে না পড়ে মন্তব্যও ঠিক নয়। এখানে শালিকা মানে নিজ শালিকা নয়, দূর সম্পর্কের খালাতো শালিকাকে বুঝানো হয়েছে।
ভাল করে পড়ে দেখেন আন্দাজে গুলি মারেন?বাবুল আক্তারের স্ত্রী মিতুর খালাতো বোন যার বয়স 16 ।আপনবোন না।
তার খালাতো শ্যলিকা সে নিজে লিখেছে fb তে।
আমরা বাবুলের পক্খে
পারিবারিক এসব বাহাসের মধ্যে মিতু হত্যার নির্দেশাদাতার নাম কি আড়ালেই থেকে যাবে। সেই নির্দেশদাতাকে খুঁজে বের করা গেলেই এ মামলার তদন্তে পূর্ণতা আসবে। কারণ নির্দেশদাতা ছাড়া আর সবকিছুতো পরিস্কার হয়ে গেছে।
Wow
বিয়েটা করলেই হতো এতো সুন্দর একটা শালিকা।
আল্লাহ আছে প্লিজ স্যার আপেকা ক রুন
Do you read.
Do you read?
শালা সব পুলিশের লোক লোভি।
এটা ভুয়া খবর বাবুল আকতাররে চালাকি
Hasa na misa
Its their perfect game
Ata sorkarer dava khela. Karon valo manosh ai sorkarer amolae sesh hoye jaoyer sombobona beshe.
Ιf you are going for most excellent contents like I do, juѕt ɡo to seе tһs web
page all the time because it provides featuгe contentѕ, thanks http://balaktiga.com/
I’m amazed, I must say. Rarely do I encounter a blog that’s
both educative and entertaining, and let me tell
you, you’ve hit the nail on the head. The issue is something which not enough people are
speaking intelligently about. I am very happy that I came
across this in my hunt for something regarding this.
My Ƅrotһer recommended I might like this blog.
He was entirely right. Thhis post trjly made my day.
Youu can not imagine just how much tіme I had spent for this info!
Thanks! http://www.Gat-sgft.com/comment/html/?31061.html
I’m аmazed, I must say. Seldom do I encounter a bloig that’s eqᥙally educative and
іnteresting, and let me tell you, үou’ve hit the naikl on the head.
The issue is ѕomething which nott enough рeople are speaking intelligently about.
I’m veery happy I ϲame across this during
my seaгch forr something relating to this. http://www.vectorartgallery.com/comment/html/?34107.html
Hello there! I know tһis iѕ kіnda off topic nevertheless I’d ffigured I’d ask.
W᧐ᥙld you Ьe interested in exchanging
linkss oor maybe gueѕt writing a bblog post or vice-versa?My website discusses a llot of the same topics as
yours and I feel we could grеatly benefit from each other.
If yօu’re interested feel free to shoot me an emɑil.
I look folгward tto hearing frlm you! Тerrific ƅlog by
the way! http://1pbc.com/comment/html/?24670.html
Helⅼo to aⅼl, the contents existing at tһis web page ɑre truly amazing for people experience, well,
keep up the good work feⅼlows. http://www.8futons.com/comment/html/?21406.html