কোতোয়ালী থেকে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম -৯ ( কোতোয়ালি-বাকলিয়া) সংসদীয় আসনে (২৮৬) মনোনয়নের আবেদনপত্র জমা দিয়েছেন পেশাজীবী নাগরিক সংগঠক ও সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরী।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্হ আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এই মনোনয়নের আবেদনপত্র জমা দেন।
পেশাজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের মনোনয়ন চাইলেন তিনি।
পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র বারে বারে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ।
বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র চট্টগ্রাম থেকে এযাবৎকালের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সহ সভাপতি তিনি। সিইউজে’র সভাপতি পদেও তিনি এযাবৎকালের রেকর্ড ভোট পান।
চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক এই সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সদস্য এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির সদ্য সাবেক সদস্য। এছাড়াও মুক্তিযুদ্ধের বিজয় মেলা কমিটিতে দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক মাধবকল্যাণ সংগঠনেও জড়িত।
একাধারে টেলিভিশন ও সংবাদপত্রের ক্ষুরধার সাংবাদিক, কলামিস্ট তিনি। সফল টিভি টকশোর সন্চালক। সনাতন ধর্মাবলম্বীদের সাথে গভীরভাবে সম্পর্কিত। তরুণ প্রজন্মের দীপ্তমান এই নেতা। শ্রমিক শ্রেণীর সংগ্রামেও নিবেদিত।
সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন : এই দুই আলোচিত মেয়রের/নেতার সাথেই ঘনিষ্ঠভাবে কাজ করেছেন পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ।
ওয়ান ইলেভেন এর সময়কালে ড. ফখরুদ্দীন- ইয়াজ উদ্দিনের পদত্যাগের দাবিতে সে সময়ের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সংগ্রামে যুক্ত ছিলেন। এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদ, ৬৪ জেলায় একযোগে বোমা হামলার প্রতিবাদ , জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন সহ বিভিন্ন নাগরিক সামাজিক উন্নয়ন আন্দোলনে যুক্ত ছিলেন।
২০০৬ সালে বিএনপির শাসনকালেই তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রথম দফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই তিনি প্রেসক্লাবস্থ কার্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর ছবি উত্তোলন করেন। পরবর্তীতে গণজাগরণের অন্যতম এই সংগঠক দু’দফায় রাজনৈতিক হামলার শিকার হন। ২০১৪ এর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন তত্ত্বাবধায় ইস্যুতে অস্থিরতা শুরু হয়, তখন তিনি চট্টগ্রামের পেশাজীবী নাগরিকদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বেই সরকারের অধীনে নির্বাচনে সমর্থন ব্যাক্ত করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে তিনি আন্তর্জাতিক ন্যাম সম্মেলনেও যোগ দেন। এছাড়া ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে তিনি পেশাগত ও সাংগঠনিক সফর করেন। তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও গণমাধ্যমের পরিচিত মুখ। মঞ্চ ও টিভির বক্তা হিসেবেও সমাদৃত ।
একাধিক গ্রন্থ প্রণেতা ও কবি তিনি। স্কুল ছাত্রলীগে সম্পৃক্ত ছিলেন। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়কারী তিনি। মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের অন্যতম সংগঠক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ, পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, একুশ মেলা উদযাপন পরিষদ, বিজয়ের বই মেলা, সর্বজনীন অমর একুশে বইমেলা সহ বিভিন্ন পরিষদে যুক্ত। ‘মুজিব বর্ষে ‘ সেরা সংগঠক হিসেবে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন- চসিক থেকে একুশে পদক লাভ করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কেন মনোনয়ন চাইছেন ? এমন প্রশ্নের জবাবে এই পেশাজীবী নাগরিক সংগঠক বলেন,”মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ বা আদর্শিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলতে আওয়ামীলীগই কাজ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ভাগ্যাহত তৃণমূল মানুষের ভাগ্য ফিরিয়েছেন।
তাঁর ভীষণ বাস্তবায়নে দায়বদ্ধতা থেকেই সব মানুষের পাশে দাঁড়াতে বৃহত্তর আঙ্গিকে কাজ করতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাই। সবার দোয়া আশীর্বাদ ও সহযোগিতা চাই। ‘
উল্লেখ্য রিয়াজ হায়দার চৌধুরী গতবারও (২০১৮) এর সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীতার আবেদন করেছিলেন। মনোনয়ন না পেলেও
আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে তিনি পেশাজীবী নাগরিক স্কোয়াড নিয়ে চট্টগ্রাম শহর জুড়ে কাজ করেন। ২০১৫ এর চসিক নির্বাচনে কবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর ইস্তেহার প্রণয়ন কমিটির আহ্বায়কও ছিলেন তিনি।