অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিধিলি’র প্রভাবে ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ যুবকের লাশ উদ্ধার সীতাকুণ্ডে

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মোঃ এমদাদুল হক (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কুমিরা এলাকার সাগর উপকুল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানাযায়, গত ১৭ নভেম্বর (শুক্রবার) সাইক্লোন “মিধিলি”র প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটে সাগরে পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেলে সবাই সাঁতরিয়ে কূলে উঠলেও এমদাদ নিখোঁজ হন।

তিনদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় সাগরের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন মৃত এমদাদুল হকের ভাই শহীদুল্লাহ।

কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ নাছির বলেন, কুমিরা সাগর উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে একটি কিশোরের লাশ ভাসছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ও গাউছিয়া কমিটির সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি।