নগরীতে দুই বাস-ট্রাকে আগুন : দুর্ঘটনা না নাশকতা !

বিএনপিসহ সমমনা দলগুলো ডাকা ৪৮ ঘন্টার হরতালের আগের চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় একটি বাসে আগুন ও কর্ণফুলী এলাকায় একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে। তবে দুটি ঘটনা কি দুর্ঘটনা নাকি নাশকতার ঘটনা তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের পরস্পর বিরোধী বক্তবে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই স্থানের আগুন নিয়ন্ত্রনে এনেছে।
শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকের সামনে এবং রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরেছে। কোন নাশকতার ঘটনা নয় এটি।
এদিকে রাত ৯টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট র্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি জানান, বহদ্দার হাট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন তিনি।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন বলেন, ‘রাত ৯টা ৭ মিনিটের সময় আমরা গাড়িতে আগুন লাগার খবর পাই। এরপর দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করে।’ তবে তিনি জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়েই বাসে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।