অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাক চালকের মরদেহ উদ্ধার

0
.

চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী থেকে নিখোঁজ হওয়া এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মোঃ আক্তার হোসেন (৫৫)।

আজ শনিবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকর একটি পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন সীতাকুণ্ড থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় ব্যাক্তি ট্রাক চালক আক্তার হোসেন নিখুঁজ হয়ে যান।

পরে তার পরিবারের স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

শনিবার সকালে নিখুঁজের তিনদিন পর একই এলাকার পুকুর থেকে তার মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে সীতাকুণ্ড থানায় খবর দিলে সীতাকুণ্ড থানার এস আই মোহাম্মদ নাসির উদ্দিন দ্রুত ঘটনাস্থলে এসে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করেন।

তিনি বলেন তিনদিন আগে ট্রাক চালক আক্তার হোসেন নিখোঁজ হলে তার স্বজনরা অনেক জায়গায় খোঁজ করে না পেয়ে থানায় একটি নিখুঁজ ডায়রি করেন তার পরিবার।

শনিবার দুপুর ১২টার দিকে একই এলাকার ইমামনগর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানান তিনি। আক্তার হোসেন একই এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে ।