মধ্যরাতে ‘জয়বাংলা’ শ্লোগান দিয়ে নগর বিএনপি অফিসে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভাঙচুর

মধ্যরাতে জয়বাংলা শ্লোগান দিয়ে এসে নগরীর কাজীর দেউড়িস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে চিহ্নিত আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শতাধিক যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসী লাঠিসোটা, হকিস্টিক নিয়ে মিছিল করে এসে বিএনপির অফিসের সামনে ভাঙচুর চালায়। তবে পুলিশের বাধার কারণে নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে প্রবেশ করতে না পারলেও দলীয় কার্যালয়ে সামনে ব্যানার, বিলবোর্ড ভেঙ্গে ফেলে।
মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, রাত ১২টার দিকে নগরীর লালখান বাজারস্থ ১০ আসনে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয় থেকে ছাত্র যুবলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে এসে নুর আহমদ সড়কস্থ বিএনপির অফিসে ভাঙচুর করেছে। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের মিছিলের পর বিএনপির দলীয় কার্যালয়ে কিছু লোকজন এসে ঢোকার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের বাধা দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে তারা কার্যালয়ের প্রধান ফটকে সামনে অবস্থান নিয়ে বিএনপির কিছু ব্যানার ছিঁড়ে ফেলে।
মহহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শহীদুল ইসলাম শামীম বলেন, বিএনপি ও ছাত্রদল এবং তাদের অনুসারীরা আগুন-সন্ত্রাস করছে।তারা ক্ষমতার লোভে জনগণের জানমাল নষ্ট করার জন্য চেষ্টা করছে। বিএনপির চোরা গোপ্তা হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। মিছিলটি বিএনপি অফিসের দিয়ে যাওয়ার সময় উত্তেজিত কর্মীরা ইটপাটকেল মেরেছে।