অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এক তরফা তফসিল ঘোষণায় আজ সারাদেশে বাম জোটের হরতাল

0
.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক তরফা তফসিল ঘোষণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এই তফসিল প্রত্যাখ্যান করছি।’

সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী প্রমুখ বক্তব্য দেন।