খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম মহানগরী খুলশী থানাধীন আমবাগান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ হৃদয় (২৪) নামে এক যুবক খুন হয়েছে।
আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর ১:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে আমবাগানে এলাকায় অজ্ঞানামা সন্ত্রাসীরা হৃদয়কে উপর্যুপরি করে ফেলে যায়।
একই ধরনের নিউজ
পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে।
চমেক পুলিশ ফাঁড়ি এএসআই নুরুল আলম আশিক জানান, অজ্ঞাতনামা ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর আহত একজনকে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ২ নং ক্যাজুয়ালিটিতে ভর্তি দেন এবং পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে খুলশী থানায় একাধিকবার ফোন করেও ওসির বক্তব্য পাওয়া যায়নি।।