অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু

0
.

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে দেলোয়ার হোসেন (৩৮) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট সেনানিবাসের ল্যান্স করপোরাল হিসেবে কর্মরত।

আজ শনিবার (৩ জুন) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মেহেরপুরের গাংনী থানার জগিরগোফার রায়পুর গ্রামের বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার সময় দেলোয়ার নগর ভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন। হঠাৎ একটি পাইপ ওপর থেকে তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, নির্মাণাধীন ভবনের ১২তলার ছাদ থেকে হঠাৎ একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভেতরে থাকা ওই সেনাসদস্যের মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। নগর ভবনের ১১ ও ১২তলার নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’