অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সম্মিলিত পেশাজীবীদের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ

0
.

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, এ্যাব এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, বিশিষ্ট শিল্পপতি বিএনপি’র সাবেক শিল্প বিষয়ক সম্পাদক এমদাদুল, ইঞ্জনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, রোটারিয়ান জসিম উদ্দিন, সমাজসেবক জসিম ফিরোজ, ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান, গোলাম ফারুক, ইঞ্জিনিয়ার ওসমান, ডা. মাহমুদ ইছা চৌধুরী, ডা. শাহেদ, ডা. মোনায়েম ফারাজ, ডা. মামুনুল হক, ডা. হারুনুর রশিদ, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. আবদুল মান্নান, এড. আলাউদ্দিন, এড. তৌহিদুল ইসলাম প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রাখার জন্য দল-মত-নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান গণবিরোধী সরকারের বিরুদ্ধে এক সঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের শ্রদ্ধাজ্ঞাপন :

মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক মহানগর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নগরীর ২নং গেইটস্থ ষোলশহর বিপ্লব উদ্যানে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর এর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।

নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর নেতৃত্বে শ্রদ্ধাজ্ঞাপনে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী, মাহবুব রানা, জসিম উদ্দিন চৌধুরী, ডা. কাজী মাহবুব, প্রচার ও প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত সদস্য মইনুদ্দিন রাজীব, ডা. মিনহাজুল আলম, ডা. মোহাম্মদ মইনুদ্দিন, ডা. জুনায়েদ রায়হান, ডা. মেহেদী হাসান, আরশে আজিম আরিফ, বিপ্লব চৌধুরী বিল্লু, মাহফুজুর রহমান, ইকবাল হোসেন সুমন, ফজলুল করিম প্রমুখ।