অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লালদীঘিতে ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি

0
.

চট্টগ্রামে ১৪ দলের গণসমাবেশে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৩১ মে) বিকেলে পৌনে পাঁচটার দিকে  নগরীর লালদিঘীর পাড় এলাকার জেলা পরিষদের মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, নগরীর ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আরশাদুল আলম বাচ্চু ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)র কাউন্সিলর ওয়াসিম উদ্দিনের দুটি গ্রুপের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় কাউন্সিলর ওয়াসিম উদ্দিন সহ বেশ কয়েকজন আহত হয়।  ওয়াসিম উদ্দিন মাথায় আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মিছিল নিয়ে সমাবেশে আসার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুইপক্ষই ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় কাউন্সিলর ওয়াসিম মাথায় সামান্য আঘাত পান। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, সমাবেশে হঠাৎ দুটি পক্ষ বিশৃঙ্খলা শুরু করে। সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। তবে এরা বহিরাগত সন্ত্রাসী। সমাবেশ পন্ড করতেই এ পরিস্থিতি তৈরি করা হয়েছে।