অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবির শাটল ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)র শাটল ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ইয়াছিন (৩০) নামে এক যুবক। আজ বুধবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে হাটহাজারীর চৌধুরীহাট রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

শাটল ট্রেনটি চবি ষ্টেশন থেকে চট্টগ্রাম শহরে আসছিল।

নিহত ইয়াছিন হাটহাজারী উপজেলার ফতেপুর ৪ নং ওয়ার্ডের পাহাড়িকা আবাসিক এলাকার আতাউর রহমানের ছেলে।

আহত অবস্থায় ইয়াছিনকে চমেক হাসপাতালে আনা প্রত্যক্ষদর্শীরা তুষার ও সোহানুর জানান, ওই যুবক চবি স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনটি চৌধুরীহাট স্টেশনে থামলে তিনি নেমে গিয়ে দুই বগির মাঝে ফাকা জায়গা দিয়ে লাফ দিয়ে পার হতে গিয়ে নীচে পড়ে যান। এ অবস্থায় ট্রেন ছেড়ে দিলে ট্রেনে কাটা পড়ে তার বাম হাতের অর্ধেক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফতেয়াবাদ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়ে দেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়ে বাম হাত শরীর থেকে দুই ভাগে বিচ্ছিন্ন হওয়া এক যুবককে চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।