অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে সাপের কামড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

0
ফাইল ছবি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২০ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নাসরিনের মৃত্যু হয়।

এর আগে ওই দিন সন্ধ্যায় বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাঁপাছ‌ড়ি এলাকায় নিজ বাড়িতে মুরগি রাখার কুঁড়ে ঘরে মুরগী ডুকিয়ে দিয়ে তা বন্ধ করতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেয়া একটি বিষধর সাপ নাসরিনকে ছোবল মারে।

নিহত নাসরিন বাহারচরা ইউপির চাপাছড়ি গ্রামের শিক্ষক মো. নুরুল আমিনের স্ত্রী এবং পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নাসরিনের স্বামী. নুরুল আমিন জানান, আমার বাড়িতে মুরগির ছোট একটা ঘর আছে। সন্ধ্যায় সেটা বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ উঁৎপেতে ছিল তা তিনি দেখেননি। সাপ তার বাম পায়ে কামড় দিলে সে চিৎকার দেয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চমেক নিয়ে যাই। চমেক পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।