অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উচ্চ আদালতে জামিনে থাকা সত্ত্বেও বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় পেশাজীবিদের ক্ষোভ

0
.

আইনের প্রতি শ্রদ্ধাশীলদের ন্যায় বিচার সংকুচিত হওয়ায় শংকিত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। আজ এক বিবৃতিতে পেশাজীবি পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, উচ্চ আদালতে জামিনে থাকা সত্ত্বেও মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে জেলা দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করিলে চট্টগ্রাম মহানগর হাটহাজারী, সন্দ্বীপের ৮৭ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণের মাধ্যমে স্বৈরশাসনকে দীর্ঘায়িত ও আগামী নির্বাচনে ক্ষমতায় থাকার অপকৌশলের মাধ্যমে সরকার আইনবিভাগকে কুক্ষিগত করে রেখেছে।

গত দু’দিনে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৮৭ জন নেতাকর্মী কারাগারে প্রেরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে এ সরকারের আমলে দেশ নিরাপদ নয়। শুধু তাই নয়, সম্প্রতি সীতাকু-ের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ইফতার পুনর্মিলনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছে। রাঙ্গুনিয়া চলছে ব্যাপক নির্যাতন ও ধরপাকর। ইতিমধ্যে তিনজন নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে সন্ত্রাসী রাজত্ব্য কায়েম করা হয়েছে। উত্তর জেলার বিপ্লবী নেতা আসলাম চৌধুরী গত সাত বছর ধরে ও বাঁশখালীর বিএনপি নেতা লিয়াকত চেয়ারম্যান দীর্ঘদিন ধরে কারাগারে আটক। হাটহাজারী সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সাতকানিয়ার বিএনপি নেতা মুজিবুর রহমানসহ সম্প্রতি চট্টগ্রামের সহশ্রাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া হয়েছে মিথ্যা মামলা। তারা অবিলম্বে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বিনাশর্তে মুক্তি দাবি করেছেন।

পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ সকল মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নীলনকশার নির্বাচনকে প্রতিহত করার জন্য সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে সমন্বিত আন্দোলন গড়ে তোলার জন্যে আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক নছরুল কাদির, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এড. নাজিম উদ্দিন, ড্যাব নেতা ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, এ্যাবের ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ডা. তমিজ উদ্দিন মানিক, শিল্পপতি এমদাদুল হক, সারোয়ার আলমগীর, জহিরুল ইসলাম, এড. মফিজুল হক ভূঁইয়া, এড. জহিরুল আলম. এড. এনামুল হক, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, সমাজসেবক জসিম ফিরোজ, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ডা. মো. ইছা, ডা. সরোয়ার আলম, ডা. মোনায়েম ফারান, ডা. সাকিবুর রশিদ, ডা. ইফতেখার লিটন, ইঞ্জি: আতিকুজ্জামান বিল্লা, ইঞ্জি: মো.ওসমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সাফা, সাধারণ সম্পাদক সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, এড. দেলোয়ার হোসেন চৌধুরী, ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, এড. মকবুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, ডা. কামরুন্নাহার দস্তগীর, এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, ডা. মফিজুল ইসলাম ভূঁইয়া, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. মো. আলাউদ্দিন, ডা. আশরাফ কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এড. আবদুস সাত্তার সরোয়ার, ডা. শাহনা বেগম, ডা. আবদুল মোতালিব, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. জিয়াউদ্দিন, এড. জহিরুল আলম, সাংবাদিক সালেহ নোমান, ডা. ফয়জুর রহমান, ডা. রাজীব চৌধুরী, ডা. মো. ইয়াছিন, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, এম. মনজুর উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ডা. রাসেল ফরিদ, এড. আজিজুল হক, ডা. কাজী মাহবুব আলম, ডা. সৈয়দ মাহমুদুল ইসলাম, ডা. ফেরদৌস আরা সালমা, ডা. হোসনে আরা বেগম, ডা. রিফাত আক্তার, এড. রুনা কাশেম, ডা. ইছা চৌধুরী, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. ময়নাল হোসেন, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. আয়শা আক্তার সনজি, ডা. শাহনাজ সিরাজ মামুন, ডা. নুরুল আবছার খান, ডা. মিনহাজুল আলম, এড. বিলকিস আরা মিটু, ডা. মো. মঈনউদ্দিন, ডা. সাকিবুর রশিদ, এড. তৌহিদুল ইসলাম, সাংবাদিক এফ.এ.এফ রুমি, নারীনেত্রী আরজু শাহাবউদ্দিন, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আলামিন, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, অধ্যাপ মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ প্রফেসর ডা. লুৎফর রহমান, ডা. সুলতান মাহমুদ হাসান, এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক আবু নাছের, অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক মো. আবদুল মাবুদ, ডা. রাজীব চৌধুরী, অধ্যাপক জহুরুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম ও গোলাম ফারুক।  -প্রেসরিলিজ।