অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর

0
.

আগামী ২১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার চাঁদ দেখা গেলে রমজান হতে পারে ২৯টি এবং শনিবার হতে পারে ঈদ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ওইদিন সন্ধ্যায় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে ও তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। এ দিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওইদিনই দেখা যাবে চাঁদ।

মূলত চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ৩০ রমজান পূর্ণ হয়েছে। ঈদু উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসার কথা রয়েছে চাঁদ দেখা কমিটির।