অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামানকে মধ্যরাতে গ্রেপ্তার আইনের শাসনের পরিপন্থী: পেশাজীবী নেতৃবৃন্দ

0

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ ভিন্নমত ও সরকারের সমালোচনা দমনে ডিজিটাল আইনের নজিরবিহীন অপব্যবহার, সমালোচনা করে অবিলম্বে ডিজিটাল আইন বাতিলের দাবি জানিয়েছে।

একই সঙ্গে ডিজিটাল আইনে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও মধ্য রাতে সাংবাদিক শামসুজ্জামানকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেওয়া সম্পূর্ণ আইনের শাসনের পরিপন্থী।

ভিন্নমত দমনে সরকারের নিপীড়ন স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে চরম আঘাত। সরকার ভিন্নমত দমনের নামে ইতিপূর্বে প্রতিথযশা সম্পাদক মাহমুদুর রহমানকে অফিস থেকে নির্মমভাবে গ্রেফতার, দৈনিক আমার দেশের প্রকাশনা বন্ধসহ সর্বক্ষেত্রে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে।

নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত উল্লেখ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শাসক দল ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমাদুর রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিদাতাগণ হলেন- সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, সাংবাদিক মো. শাহনেওয়াজ, অধ্যাপক নছরুল কাদের, ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, ডা. তমিজ উদ্দিন মানিক, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইছা চৌধুরী, ডা. মোনায়েম ফরহাদ, ডা. সারোয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, ডা. আবু জাফর, ডা. আবদুল মান্নান, সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, এড. মকবুল কাদের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, ডা. কামরুন্নাহার দস্তগীর, এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, ডা. মফিজুল ইসলাম ভূঁইয়া, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. মো. আলাউদ্দিন, ডা. আশরাফ কবির ভূঁইয়া, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এড. আবদুস সাত্তার সরোয়ার, ডা. শাহনা বেগম, ডা. আবদুল মোতালিব, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. জিয়াউদ্দিন, এড. জহিরুল আলম, সাংবাদিক সালেহ নোমান, ডা. ফয়জুর রহমান, ডা. রাজীব চৌধুরী, ডা. মো. ইয়াছিন, প্রকৌশলী আমিনুর রহমান সুমন, এম. মনজুর উদ্দিন চৌধুরী, প্রকৌশলী জিল্লুর রহমান, অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ডা. রাসেল ফরিদ, এড. আজিজুল হক, ডা. কাজী মাহবুব আলম, ডা. সৈয়দ মাহমুদুল ইসলাম, ডা. ফেরদৌস আরা সালমা, ডা. হোসনে আরা বেগম, ডা. রিফাত আক্তার, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. তৌহিদুল আলম, এড. আলাউদ্দিন, এড. রুনা কাশেম, ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ডা. ময়নাল হোসেন, এড. আশরাফী বিনতে মোতালেব, এড. আয়শা আক্তার সনজি, ডা. শাহনাজ সিরাজ মামুন, ডা. নুরুল আবছার খান, ডা. মিনহাজুল আলম, এড. বিলকিস আরা মিতু, ডা. মো. মঈনউদ্দিন, ডা. সাকিবুর রশিদ, এড. তৌহিদুল ইসলাম, সাংবাদিক এফ.এ.এফ রুমি, নারীনেত্রী আরজু শাহাবউদ্দিন, কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, অধ্যাপক মো. আলামিন, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, অধ্যাপক মো. শফিকুল ইসলাম, কৃষিবিদ প্রফেসর ডা. লুৎফর রহমান, ডা. সুলতান মাহমুদ হাসান, এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, অধ্যাপক আবু নাছের, অধ্যাপক জাকারিয়া, অধ্যাপক মো. আবদুল মাবুদ, ডা. রাজীব চৌধুরী, অধ্যাপক জহুরুল আলম, ডা. ইমরান হোসেন, ডা. মিনহাজুল আলম, রোটারিয়ান জসিম উদ্দিন।  প্রেসবিজ্ঞপ্তি।