অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন ডা. জাহিদ

0
.

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ডা. জাহিদ হোসেন বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চলমান গণআন্দোলনকে সফল করতে সকল শ্রেণির পেশাজীবিদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আহ্বান জানিয়েছেন। তিনি সকল মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সকল শ্রেণির পেশাজীবীদেরকে নিয়ে ভোটাধিকার, মানবাধিকার ও লুণ্ঠিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে রাজপথের সংগ্রামকে আরো বেগবান করার জন্যে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর গুরুত্ব দিয়েছেন।

গত ২৬ মার্চ রাতে স্থানীয় একটি মিলনায়তনে প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, নেতা ও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য রাখেন।

সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সাধারন সম্পাদক,ডা. ফয়জুর রহমান, ড্যাব মহানগর শাখার সাধারন সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন, এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ডা. আবদুর রব, ডা. ইছা চৌধুরী, ডা. মুনায়েম ফরহাদ, ডা. সাকিবুর রশিদ, ডা. হাসানুল বান্না, ডা. সাগর আজাদ, ডা. শামীম আল মামুন, মামুনুল হক, আহমদ উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আতাউর রহমান সোহাগ, এড. জালাল উদ্দিন পারভেজ, এড. আয়েশা আক্তার মিতু, এড. সনজী, রোটারিয়ান জসিম উদ্দিন, সৌরভ প্রিয় পাল, জাকির হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী সম্মিলিত পেশাজীবি পরিষদ চট্টগ্রাম শাখার কর্মকাণ্ডে গভীর সন্তোষ প্রকাশ করে বলেন, মানুষের অধিকার আদায়ে এবং বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে পেশাজীবি নেতৃবৃন্দ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অন্যান্য বিভাগীয় শহরের পেশাজীবি নেতৃবৃন্দের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
-প্রেসবিজ্ঞপ্তি।