অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহ আমানত বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

0

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক প্রবাসী বিমানযাত্রীর কাছ থেকে ৩২ পিস (প্রায় ৪ কেজি) স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের চেকপোস্ট থেকে আটক করা হয়।

প্রথমে ওই যাত্রীর প্যান্টের পকেট ও জুতার ভেতর থেকে তল্লাশী করে ২৩ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তাকে আটক করার পর তার পায়ুপথ থেকে আরও৷ ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

মোট উদ্ধার হওয়া স্বর্ণের বার ৩২টা। মোট ওজন ৩ দশমিক ৮২৭ কেজি।

আটক যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন।  তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করি। এ সময় তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরও ৯টি বার পাওয়া যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।