অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : ৭ সদস্যে তদন্ত কমিটি গঠন

0
.

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট এ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হোসেনকে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি সদস্য রাখা হয়েছে-উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড, পুলিশ সুপারের প্রতিনিধি, ডিআইজি,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি ও বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

প্রসঙ্গত : আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৬
জন নিহত ও কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে প্রশাসন।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।