অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পলোগ্রাউন্ড মাঠে চেম্বারের বাণিজ্য মেলার উদ্বোধন

0
.

চট্টগ্রামে মাসব্যাপী শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতা কেটে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মেলার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন- দীর্ঘ ৩০ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এ মেলার আয়োজন চলছে। ঢাকার আন্তর্জাতিক বাণিজ্যমেলা সরকারের তত্ত্বাবধানে হয়। চট্টগ্রামে সরকার সহযোগিতা করে, কিন্তু মেলার আয়োজন করে চট্টগ্রাম শিল্প বণিক সমিতি। চট্টগ্রামে মেলার স্থায়ী ভ্যানু দরকার। এটা দীর্ঘদিনের দাবি। খুব তাড়াতাড়ি আউটার রিংরোডের বে- টার্মিনালের উল্টোপাশে মেলার জন্য জায়গা বরাদ্দ দেয়া হবে। আজ সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। নকশার কাজের প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, কর্ণফুলী টানেল উদ্বোধনের অপেক্ষায়। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করছি। আমরা এটা নিয়ে ঢাকায় মিটিং করেছি। সেখানে মেয়র, শিক্ষা উপমন্ত্রীও ছিলেন। আশা করছি আগামী বছর চট্টগ্রামে জলাবদ্ধতা থাকবে না। বঙ্গবন্ধু শিল্পনগরের আয়তন ৩৭ হাজার একর। চট্টগ্রামে বিশাল কর্মযজ্ঞ চলমান। আকাশ থেকে চট্টগ্রামকে চেনা যায় না।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের মেয়র রেজাউল করিম, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, বন্দর আসনের সংসদ সদস্য এম এ লতিফ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মেলা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও প্রতি বছরের মতো এবারো মেলায় ভারত, থাইল্যান্ড, ইরানসহ বিভিন্ন দেশ তাদের পণ্য প্রদর্শন করবে।

মেলার কমিটি জানায়, এবার মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি স্বর্ণের স্টল, ৪৮টি মেগা স্টল ও ১১টি ফুড স্টল থাকবে। মেলায় তিনটি পৃথক জোনে ৪০০টি স্টলে ৩০০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে তিন শিফটে আইনশৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া বাণিজ্য মেলায় ১২ হাজার ৩২০ বর্গফুটের একটি উন্মুক্ত প্লাজা রয়েছে।

মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ২০ টাকা দিতে হবে। তবে প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।