অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্বাচনে কারচুপি মামলায় সু চির ৩ বছরের কারাদণ্ড

0
.

নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আজ শুক্রবারের দেয়া এই রায়ের ফলে বিভিন্ন মামলায় সু চির কারাদণ্ডের মেয়াদ এখন বেড়ে ২০ বছরে দাঁড়াল।

সর্বশেষ এই দণ্ডের ফলে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের ভবিষ্যত আরও ঝুঁকির মধ্যে পড়ে গেল। ২০২৩ সালে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া দেশটির জান্তা সরকার সু চির দলকে ইতোমধ্যে নিষিদ্ধের হুমকি দিয়ে রেখেছে।

সু চির দল ২০২০ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ লাভ করে। একই বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। তখন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, যদিও স্বতন্ত্র নির্বাচন পর্যবেক্ষকরা বড় ধরনের কোনো অনিয়মের প্রমাণ খুঁজে পায়নি।

নির্বাচনে কারচুপির মামলায় সু চির সাবেক সরকারের দুই সিনিয়র সদস্যকেও আসামি করা হয়েছিল। তাদেরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।