অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে মধ্যরাতে স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলো ইউএনও

0
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

জেলার বোয়ালখালীতে এক স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলা পশ্চিম শাকপুরা এলাকায় বাল্য বিয়ের খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হন।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, কনে হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

বাল্য বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ছাত্রীর পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়।