অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কাপ্তাই হ্রদে পড়ে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

0
.

আলমগীর মানিক,রাঙামাটি
খেলার সময় নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটি শহরের তবলছড়িস্থ বিডিআর ক্যাম্প এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ১০ বছর বয়সী মাহিদুর রহমান মুহিত ও ১১ বছর বয়সী আহনাফ সাদিব ইনাম। তারা তবলছড়িস্থ এডিসি হিল এলাকার বাসিন্দা মোঃ মসিকুর রহমান ও আনোয়ার হোসেনের সন্তান।

স্থানীয়রা জানিয়েছে, বিকেলে নিজ নিজ বাসা থেকে দুই বন্ধু মিলে বিজিবি সেক্টর সংলগ্ন আমিন্নার টিলায় যাওয়ার মুখে সিঁিড়র নীচে কাপ্তাই হ্রদে নৌকায় খেলছিলো। এসময় খেলার ছলে উভয়েই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পরপরই সেখানে তাদেরকে ভাসতে দেখে স্থানীয়রা দুই শিশুকে মুমুর্ষ অবস্থায় তুলে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও যাঃ শওকত আকবর খান জানিয়েছেন, শিশু দুইটিকে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে। পরবর্তীতে হাসপাতাল থেকে পরিবারের লোকজন তাদের নিয়ে যায়।

জানাগেছে, নিহত মাহিদুর রহমান মহিদ স্থানীয় বিজিবি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে এবং নিহত অপরজন আহসান সাদিক রাঙামাটি জেলা প্রশাসন পরিচালিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র ছিলো। পৃথক দুই পরিবারের ফুটফুটে দুইটি তাজা প্রাণ একই সময়ে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।