অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দিল্লির বস্তিতে অগ্নিকাণ্ডে ৭ জন নিহত

0
.

ভারতের রাজধানী দিল্লির একটি বস্তিতে অগ্নিকাণ্ডে সাতজন নিহত এবং ৬০টি ঘর পুড়ে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির গোকালপুরি এলাকায় শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (উত্তরপূর্ব) দেবেশ কুমার মাহলা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পুলিশ রাত একটার দিকে আগুনের বিষয়ে জানতে পারে।

তিনি বলেন, ‘পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে।’

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটকে কাজে লাগানো হয় এবং তিন ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ঘটনাস্থলে সাতটি পোড়া মৃতদেহ পেয়েছেন। ‘অগ্নিকাণ্ডে ৬০টির মতো ঝুপড়ি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এক কর্মকর্তা।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সকালেই এই দুঃখজনক খবরটি শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করব।’