অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ ভাই-বোনের মৃত্যু

0
.

ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে তিন শিশু সহোদর ভাই-বোন প্রাণ হারিয়েছে।

উপজেলার হবিরবাড়ি এলাকায় রবিবার রাত সোয়া ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলো কৃষক সুমন মিয়ার দুই মেয়ে খাদিজ আক্তার (৮) ও রাজিয়া আক্তার (৩) এবং ছেলে রায়হান মিয়া (৫)।

পুলিশ জানায়, বাবা-মা পোশাককর্মী। সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে কাজে বের হয় তারা। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎই ঘরে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘরের ভিতর থেকে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ভলুকা থানার ওসি কামাল হোসেন জানান, দিনমজুর কৃষক সুমন মিয়া স্থানীয় রুবেল মিয়ার বাসায় ভাড়া থাকেন। রাত সোয়া ৯ টার দিকে রুবেল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের সুমন মিয়ার টিনের ঘরে।

এ সময় ঘরে সুমন মিয়ার তিন সন্তান অগ্নদিগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়। সুমন মিয়া ও তার স্ত্রী ঘরে ছিলেন না।” আগুনে তিনটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে ওসি জানান।

ভালুকা উপজেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া হাত পা উদ্ধার করা হয়েছে।